• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৯:২৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৯:২৭ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

পুকুরপাড় ধসে বেহাল রাস্তা, ভোগান্তিতে স্থানীয়রা

১৫ নভেম্বর ২০২৪ দুপুর ১২:০০:৫৭

পুকুরপাড় ধসে বেহাল রাস্তা, ভোগান্তিতে স্থানীয়রা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরী ব্যাংক ও ট্যাংকের শহর হিসেবে পরিচিত। নগরীজুড়ে যে কয়েকটি বড় পুকুর রয়েছে তার মধ্যে ১৫ নং ওয়ার্ডের পুরাতন মৌলভীপাড়ার পুকুরটি অন্যতম। এই পুকুর ও পুকুরের চারপাশের রাস্তা এই ওয়ার্ডের কাশারীপট্টি, পুরাতন মৌলভীপাড়া, কাটাবিল, বজ্রপুর এলাকার প্রায় ১২ হাজার মানুষের ব্যবহারের অন্যতম উৎস। এই পুকুরের চারপাশ ৩টি গ্রামের মানুষের চলাচলের অন্যতম পথ। এছাড়া এই পুকুরের পানি গোসলসহ নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করেন তিন গ্রামের মানুষ।

বিগত ৮ মাস ধরে এই পুকুর ও চলাচলের ৩ পাশের রাস্তা ধসে গেছে। ৮ মাস পূর্বে পুকুরের পানি নিষ্কাশন করে অত্যাধিক মাটি তুলে বিক্রি করায় পুকুরের ৩ পাশের রাস্তা ভেঙ্গে পড়ে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। বিদ্যুতের খুঁটিগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে আছে। রাস্তার বিভিন্ন অংশ ভেঙ্গে পুকুরে বিলীন হচ্ছে। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় মানুষজন কোনরকমে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। তবে রাতের বেলায় পায়ে হেঁটেও এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টসাধ্য বিষয়।

৫ আগস্টের পূর্বে এই সড়কটি পুনঃনির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা  হয়। কাজ পেয়েছিলেন স্থানীয় কুসিক কাউন্সিলর সাইফুল বিন জলিল। কিন্তু বৃষ্টির জন্য কাজ শুরু করে আবার বন্ধ করে দেয়া হয়। সম্প্রতি কাজ শুরু করার কথা থাকলেও দৃশ্যমান কোনো কাজ দেখা যাচ্ছে না।

স্থানীয় লোকজন জানান, ৮ মাস ধরে এই পুকুর ও ৩ পাশের রাস্তার বেহাল অবস্থা। কাজে ধীরগতি, এখন আবার ২/৩ মাস ধরে কাজ বন্ধ। ফলে আমরা চরম ভোগান্তিতে আছি। রাস্তাটির  দ্রুত সংস্কার দরকার।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম জানান, এ রাস্তার কাজটির টেন্ডার হয়েছে। কাজও শুরু হয়েছিল। কিন্তু কোনো একটা কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দেয়। আমি সম্প্রতি ওই এলাকায় গিয়েছি। ঠিকাদার আবার কাজ শুরু করেছে। কাজ সম্পূর্ণ করার জন্য ঠিকাদারের হাতে এখনো ৯ মাস সময় আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০