• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৪:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৪:১০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ৪টি ট্রলার ডুবি: ৬৮ মাঝিমাল্লা উদ্ধার

২ আগস্ট ২০২৩ সকাল ১১:০১:১১

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ৪টি ট্রলার ডুবি: ৬৮ মাঝিমাল্লা উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ৪টি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারগুলোর ৬৮ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

১ আগস্ট মঙ্গলবার দুপুর ২টার দিকে কুয়াকাটা থেকে আনুমানিক ৫ থেকে ৭ কিলোমিটার গভীরে ঢেউয়ের তান্ডবের সময় ডুবোচরে আটকে ৩টি ট্রলার ডুবে যায়। আরেকেটি ট্রলার ৫০ থেকে ৭০ কিলোমিটার গভীরে ডুবে গেছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

আলীপুর মৎস্য বন্দর সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে মাছ শিকারের উদ্দেশ্য ট্রলারগুলো বন্দর ছেড়ে যায়। তারা দুইদিন সমুদ্রে থাকার পর মঙ্গলবার সকালে ঝড়ো আবহাওয়ার কারণে গভীর সমুদ্র থেকে আলীপুর মৎস্য বন্দরের দিকে ফিরে আসছিল। দুপুর আনুমানিক ২টার দিকে কুয়াকাটা সৈকত থেকে ৫ থেকে ৭ কিলোমিটার দূরে ডুবোচরে আটকে প্রচন্ড ঢেউয়ের তান্ডবে তলা ফেটে ট্রলারগুলো ডুবে যায়। এ সময় তাদের পিছনে থাকা অন্যান্য ট্রলারের জেলেরা তাদের ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসে।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা জানান, লগুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র প্রচন্ড উত্তাল রয়েছে। ঝড়ো বাতাসে সমুদ্রে টিকতে পারছে না জেলেরা। ঝড়ের কবলে পড়ে ৪টি ট্রলার ডুবে গেছে। তবে মাঝি মাল্লাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় আনা হয়েছে। সমুদ্রে থেকে ফিরে এসে বেশিরভাগ ট্রলার এখন আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন পোতাশ্রয়ে আশ্রয় নিয়েছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩