• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:০০:৪৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:০০:৪৬ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জগন্নাথপুরে নিশিতার পণ্য ক্রয় করে ফ্রিজ পেলেন দিনমজুর

১৭ জুলাই ২০২৪ দুপুর ১২:৩৫:৪২

জগন্নাথপুরে নিশিতার পণ্য ক্রয় করে ফ্রিজ পেলেন দিনমজুর

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেটে প্রতিষ্ঠিত কোম্পানি নিশিতার মসলা ক্রয় করে ওয়ালটনের একটি ফ্রিজ পুরস্কার পেয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা (সুবিদপুর গ্রামের) দিনমজুর কৃষক মো. মোস্তাক আহমেদ।

১৬ জুলাই মঙ্গলবার বিকাল ৪টায় সৌভাগ্যবান ব্যক্তি মো. মোস্তাকের হাতে ওয়ালটনের ফ্রিজ তুলে দেন নিশিতা ফুডসৃ কোম্পানির চিফ মার্কেটিং ম্যানেজার সঞ্জয় রায়।

ভাগ্যবান ব্যক্তি মোস্তাক জানান, জগন্নাথপুর সদর বাজারের বাউধরন ভেরাইটিজ স্টোর থেকে ৫০০ গ্রাম নিশিতা কোম্পানির মসলা ক্রয় করে বাড়িতে নিয়ে যান। পরে প্যাকেটটি খুলে তিনি নিশিতা মসলার প্যাকেটের ভিতরে একটি ফ্রিজের টোকেন পেয়ে হতবাক ও আনন্দে আত্মহারা হয়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন, নিশিতা কোম্পানির টিএসও শেখ ডালিম আলী, নিশিতা কোম্পানির এস.আর সজীব দত্ত, নিশিতা কোম্পানির পরিবেশক মো. আকুল মিয়া, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী আতাউর রহমান ভুইঁয়া, ঝলক ফ্যাশনের প্রোপাইটর কুদ্দুস মিয়া, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার উৎসাহিত জনতা।

নিশিতা কোম্পানির চিফ মার্কেটিং ম্যানেজার সঞ্জয় রায় বলেন, নিশিতা কোম্পানির' মসলা মানসম্পন্ন আপনারা নিশ্চিন্তে যে কেউ মশলা ব্যবহার করবেন তা সিলেটি পণ্য। কোম্পানির মসলা ক্রয় করলে সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য মোটরসাইকেল, ফ্রিজ, সেলাই মেশিন, ডিনারসেটসহ অসংখ্য পুরস্কার অপেক্ষা করছে।

সিলেটের নিশিতা কোম্পানির উদ্যোগে নিশিতা রকেট স্কাই অফার ২০২৪ চালু রয়েছে। নিশিতা কোম্পানির মসলা ক্রয় করে সৌভাগ্যবান ব্যক্তিরা প্রতিনিয়ত মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পুরস্কার পাচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঝাড়খণ্ডে ভরাডুবি হলো ক্ষমতাসীন বিজেপির
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১১:০০:৩৬



সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:৩১:০৭

নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:২৮:০৬