• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:৪১:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:৪১:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধানের ন্যায্য দাম নির্ধারণে কলাপাড়ায় কৃষক সমাবেশ

১২ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪২:০৫

ধানের ন্যায্য দাম নির্ধারণে কলাপাড়ায় কৃষক সমাবেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ায় ৪০ কেজিতে মণ ও ধানের লাভজনক দাম নির্ধারণসহ নানা দাবিতে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা।

১২ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে কৃষক সমিতি উপজেলা শাখার আয়োজনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি জি. এম মাহবুবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার সম্পাদক এবং কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা সদস্য কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক মো. রফিকুল ইসলাম, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আতাজুল ইসলাম প্রমুখ ।

এসময় বক্তারা আন্তর্জাতিক মাপ ৪০ কেজিতে মন নির্ধারণসহ নানা দাবি তুলে ধরেন।

এছাড়াও কৃষকরা অভিযোগ করে বলেন, কৃষকরা উৎপাদিত ফসলের লাভজনক দাম না পেয়ে প্রতিবছর ঋণগ্রস্ত হয়ে এ পেশা থেকে মুখ ফিরিয়ে নিবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন উপজেলার সকল ব্যাবসায়ীকে ৪০ কেজিতে ধানের মন নির্ধারণ করে ক্রয় করার নির্দেশ প্রদান করেন। নির্দেশ অমান্য করে ধান ক্রয় করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দুর্ঘটনার কবল থেকে বাঁচলেন পূজা চেরি
২২ নভেম্বর ২০২৪ সকাল ১১:০৭:৪০

টস হেরে বোলিংয়ে অস্ট্রেলিয়া
২২ নভেম্বর ২০২৪ সকাল ১১:০১:৫৭

ফেসবুকে দোয়া চাওয়া নিয়ে যা বলে ইসলাম
২২ নভেম্বর ২০২৪ সকাল ১০:৫২:৫৩



আজ ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস
২২ নভেম্বর ২০২৪ সকাল ১০:১৮:০৯