• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৩:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৩:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

তীব্র গরমে ধান কাটা নিয়ে বিপাকে কৃষক

২৯ এপ্রিল ২০২৪ সকাল ০৯:১২:৫৫

তীব্র গরমে ধান কাটা নিয়ে বিপাকে কৃষক

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সারাদেশে চলছে তীব্র তাপদাহ। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, নির্মাণ শ্রমিক ও কৃষকরা।

তীব্র গরমের মধ্যেই শুরু হয়েছে ধান কাটার মৌসুম। এই নিয়ে বিপাকে পড়তে হয়েছে কৃষকদের। অতিরিক্ত তাপে বোরো ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না অনেক এলাকায়।

এ বছর ঢাকার নবাবগঞ্জে ১০ হাজার ৯১৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। চুড়াইন, আগলা, গালিমপুর, বক্সনগর, বাহ্রা এলাকায় চলছে বোরো ধান কাটা।

গরমে শ্রমিক সংকট থাকলেও এসব এলাকার কৃষকরা কষ্টে ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২১৮ হেক্টর জমির ধান কাটা হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষকরা জানান, তীব্র তাপে ঘর থেকে বের হতেই কষ্ট হয়। জমিতে ধান পেকে আছে কিন্তু তাপমাত্রার কারণে ধান কাটার জন্য সাহস পাচ্ছেন না। সম্প্রতি সময়ে অতিরিক্ত তাপদাহে দেশের বিভিন্ন স্থানে মানুষ হিটস্ট্রোকে মারা যাওয়ার কারণে কৃষকদের মাঝে আতঙ্ক কাজ করছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে অনেক কৃষক ধান কাটার সাহস পাচ্ছেন না। তবে, যেসব জমির ধান বেশি পেকে গেছে, সেসব ধান জীবনের ঝুঁকি নিয়ে কাটতে বাধ্য হচ্ছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা আছমা জাহান এশিয়ান টিভি অনলাইনে বলেন, ‘নবাবগঞ্জে বেশ কিছু এলাকায় বোরো ধান কাটা শুরু হয়েছে। যদিও তাপমাত্রা বেশি, ঝুঁকি নিয়েও থেমে নেই কৃষক। সামনে আবার বৃষ্টি মৌসুম শুরু হলে ধান নিয়ে বিপাকে যেন না পড়তে হয়, সেজন্য কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যেসব জমির ধান এখনো পাকেনি বা পুরোপুরি কাঁচা রয়েছে তাপদাহের কারণে ঐসব জমিতে পানি দিতে বলা হয়েছে এবং কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। নবাবগঞ্জে এখনও শ্রমিক সংকটের বিষয়ে কোনো কৃষক আমাদের কিছু জানাননি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩