• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৮:৪৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৮:৪৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে নয়া কৃষি খামার পরিদর্শন করলেন মৎস্য উপদেষ্টা

২০ অক্টোবর ২০২৪ দুপুর ১২:০০:৫৪

ঈশ্বরদীতে নয়া কৃষি খামার পরিদর্শন করলেন মৎস্য উপদেষ্টা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে অবস্থিত নয়া কৃষি খামার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ ফরিদা আখতার।

১৯ অক্টোবর শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার মুলাডুলি ইউনিয়নে অবস্থিত নয়াকৃষি খামার পরিদর্শন শেষে স্থানীয় কৃষক কৃষানি ও শিশুদের সাথে গল্প, গান ও আড্ডায় মিলিত হন উপদেষ্টা মিজ ফরিদা আখতার।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আব্দুস সবুর, জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, নয়াকৃষি আন্দোলন খামারের উদ্যোক্তা কবি ফরহাদ মজহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এস. এম মুশারফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ও পৌর নির্বাহী জহুরুল ইসলাম।

কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী ফরহাদ মজহার বলেন, এই নয়াকৃষি খামারে চাষাবাদে কোন প্রকার বিষ, কীটনাশক এবং ক্ষতিকর রাসায়নিক সার বা অন্য কোন পদার্থ ব্যবহার না করে এবং স্থানীয় প্রাণ ও পরিবেশের উপযোগী কৃষকের উদ্ভাবিত দেশীয় জাতের বীজ ব্যবহার করে কৃষক একর প্রতি ফলন বৃদ্ধির বিপ্লব ঘটিয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, নয়া কৃষি খামার বিলুপ্ত জাতের ধানের প্রজাতি সংরক্ষণ এবং বিষ, কীটনাশক এবং ক্ষতিকর রাসায়নিক সার বা অন্য কোন পদার্থ ব্যবহার না করে ফসল ফলানো দেখে আমি অভিভূত।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার বলেন, নয়া কৃষি মানে এমন একটা কৃষি যেখানে রাসায়নিক সার-বিষ কীটনাশক থাকবে না। চাষাবাদ পদ্ধতির ক্ষতি হয় এমন কোন ক্ষতিকর কোন কিছু থাকবে না। নয়া কৃষির অর্থ শুধু শস্য ফলানো নয়, মাছ ও জলজ প্রাণীর রক্ষা ও বটে। আধুনিক কৃষিতে বিষ ও সার ব্যবহারের কারণে বাংলাদেশের মাছ সম্পদ আজ ভয়াবহ বিপদের সম্মুখীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩