• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১০:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১০:০০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কসবায় আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা পেলেন ১১০০ কৃষক

২৫ জুন ২০২৪ বিকাল ০৫:৪৯:০১

কসবায় আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা পেলেন ১১০০ কৃষক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সরকারের কৃষি প্রণোদনা পেলেন উপজেলার প্রায় ১১০০ জন প্রান্তিক কৃষক।

২৫ জুন মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এসকল স্থানীয় প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়।

এসময় প্রতি কৃষকের মাঝে ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি আমন ধানের বীজ বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমের সঞ্চালনায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন।

বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহুল আমিন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা সুলতানা সুপ্রিয়া, কসবা প্রেস ক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন প্রমুখ। এসময় উপকারভোগী কৃষক-কৃষাণী ও উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন বলেন, বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলস কাজ করছেন। আপনার যে সরকারি প্রণোদনা পেয়েছেন, তা যথারীতি প্রয়োগ করে কৃষির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা যেন আপনাদের জন্য আরও কাজ করতে পারেন, আপনার সেদিকে খেয়াল রাখবেন।

সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, আমাদের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। আপনার যারা মাঠে কাজ করেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের এই কৃষি নির্ভর অর্থনীতি বেঁচে আছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ সব সময়ই কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করে থাকেন। তারই অংশ হিসেবে আজকের এই সরকারি প্রণোদনা। প্রধানমন্ত্রীর লক্ষ্য দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। ইতোমধ্যেই কয়েকটি সেক্টরে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমরা আশা করবো, আজকে আপনাদের যে সরকারি প্রণোদনা দেয়া হয়েছে, তার যেন সৎ ব্যবহার হয়। তাহলে কৃষি এবং কৃষকের আরও উন্নয়ন হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩