• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৪:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৪:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লংগদুতে কৃষি প্রণোদনা পেল ৩ হাজার কৃষক

২০ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৩৬:১৬

লংগদুতে কৃষি প্রণোদনা পেল ৩ হাজার কৃষক

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২০ নভেম্বর বুধবার সকাল ১০ টায় লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১৭শ’ জনকে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধান, ১৩শ’ জনকে উফসি ধান জনপ্রতি ৫ কেজি করে সাথে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। একই সাথে ৩০ জনকে ভুট্টা বীজ সাথে ২০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এ ওপি সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রণোদনা বিতরণ করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ।

এসময় উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহ জাহানসহ উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও কৃষক উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। কৃষকদের সহায়তা হিসেবে কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে। এখানে যে ধরনের বীজ ও সার দেওয়া হলো, তা উন্নতমানের। এসব বীজ বাজারে ক্রয় করতে পারবেন না। আপনারা যত্ন সহকারে রোপণ করবেন। কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আপনাদের এলাকায় এলাকায় গিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩