বাবুল আকতার, খুলনা ব্যুরো: খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনের প্রশিক্ষণ ভেন্যুতে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে ১৪ তম ব্যাচের ১ সপ্তাহ মেয়াদী কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্সের প্রশিক্ষণ শেষ হয়েছে।
১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণের মাধ্যমে এ প্রশিক্ষণ শেষ হয়।
কেএমপির পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক প্রশিক্ষণার্থীদের মাঝে ১ সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের ১৪তম ব্যাচের প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতি. ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মো. মারুফাত হুসাইন, অতি. ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available