• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৪৮:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৪৮:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

আদর করে ডাকলেই দাঁত বের করে হাসে আদুরী

১৩ জুন ২০২৪ সকাল ১১:১৪:৩৩

আদর করে ডাকলেই দাঁত বের করে হাসে আদুরী

লক্ষ্মীপুর প্রতিনিধি: ঈদুল আজহা সামনে রেখে লক্ষ্মীপুরে খামারের গরু প্রদর্শনীতে বিশেষ চমক এখন আদুরী। যে কোনো লোকের কথায় হেসে দাঁত দেখায় আদুরী নামের একটি গরু। সন্তানের মতো লালনপালন করা আদুরীকে উঠতে বললে উঠে, বসতে বললে বসে, শোনে শ্রমিকদের কথাও। আদুরীকে দেখতে শিশু-কিশোরদের পাশাপাশি ওই খামারে এখন উৎসুক জনতার ভিড়।

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সদর উপজেলার টুমচর ইউনিয়নের সাহেববাজার এলাকায় স্থানীয় সিক্স ফার্মার খামারের এই গরু প্রদর্শনীতে গিয়ে দেখা যায় আদুরী নামের একটি গরু। আদুরীকে আদর করে ডাকলেই হেসে দাঁত বের করে দেখায়।

খামারিদের পক্ষ থেকে আদুরীর দাম চাওয়া হচ্ছে ২ লাখ ২০ হাজার টাকা। এর পাশেই রয়েছে শাহিওয়াল জাতের ৫২৫ কেজি ওজনের সুন্দরী, যার মূল্য ৫ লাখ টাকা ও ৪৮০ কেজি ওজনের পাঠানের মূল্য চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা। প্রদর্শনীতে অন্যান্য জাতের ছোটবড় মিলিয়ে ৭০টি গরু রয়েছে।

খামারগুলোতে গিয়ে দেখা যায় ৪-৫ জন শ্রমিক এসব গরুর সেবা-যত্নে ব্যস্ত সময় পার করছেন। কেউ গোসল করাচ্ছেন, কেউবা খাবার দিচ্ছেন। শ্রমিকরা জানান, ঈদকে সামনে রেখে গরুগুলোকে প্রস্তুত করা হয়েছে। খামারের গরুগুলোকে সন্তানের মতো লালনপালন করেছেন তারা। তাই এসব গরু এখন মানুষের মতো আচরণ করে।

জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে ৬৬ হাজার ৯১৫টি, স্থানীয় বিভিন্ন খামারে উৎপাদিত পশুর সংখ্যা ৬৩ হাজার ৬৯৪টি।

এবার জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে অর্ধশতাধিক পশুর হাট বসেছে। এসব হাটকে ঘিরে কোনোভাবেই সড়কে যানজট সৃষ্টি যেন না হয়, মলম পার্টি ও ছিনতাই রোধে জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করছে বলে জানান পুলিশ সুপার তারেক বিন রশিদ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩