• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:১৪:২৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:১৪:২৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

মতামত

নারী দেহের নীরব ঘাতক ডিম্বাশয়ের ক্যান্সার

৮ মে ২০২৪ সকাল ১১:৪৯:৫৮

নারী দেহের নীরব ঘাতক ডিম্বাশয়ের ক্যান্সার

ডা. ফারজানা ইসলাম বীথি: নারী দেহে প্রজননতন্ত্রে জরায়ুর দু'পাশে টিউবের মাধ্যমে সংযুক্ত দু'টি ছোট্ট ডিম্বাকৃতির অঙ্গ রয়েছে, যা ডিম্বাশয় নামে পরিচিত। ইংরেজিতে একে ওভারি (ovary) বলে।

নারীদের ক্ষত্রে ব্রেস্ট ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার কিংবা জরায়ু ক্যান্সারের পাশাপাশি ডিম্বাশয়ের ক্যান্সার একটি মরণঘাতী রোগ হিসেবে বহুল আলোচিত। অন্যান্য অঙ্গের ক্যান্সারের তুলনায় একে নারী দেহের নীরব ঘাতক হিসেবে চিহ্নিত করা হয়।

২০২০ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী, পৃথিবীতে গড়ে বছরে তিন লক্ষাধিক মহিলা এই রোগে আক্রান্ত হন এবং তারমধ্যে একটি বড় অংশ মৃত্যু বরণ করেন। আজ ৮ মে পালিত হচ্ছে  বিশ্ব ওভারিয়ান ক্যান্সার দিবস। দিবসের তাৎপর্য নিয়ে সকল সরকারি-বেসরকারি হাসপাতালে নানান কর্মসূচি পালন করা হচ্ছে।

আসুন জেনে নিই ডিম্বাশয়ের ক্যান্সারের আদ্যপান্ত।

লক্ষণসমূহ

সাধারণত এ রোগের লক্ষণসমূহ শুরুর দিকে অস্পষ্ট থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এটি এডভান্স স্টেজে (রোগটি ছড়িয়ে পরার পর) চিহ্নিত হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, অদ্যাবধি এর কোনো নির্ভরযোগ্য স্ক্রিনিং ব্যবস্থা চিকিৎসা ক্ষেত্রে তৈরি হয়নি। হয়তো অদূর ভবিষ্যতে তা চলে আসবে। তবে নিম্নলিখিত লক্ষণসমূহ দেখা দিলে ডিম্বাশয় ক্যান্সারের বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

* ধারাবাহিক ক্ষুধা মন্দা। 
* পেট ভরা ভরা লাগা।
* হঠাৎ করে ওজন কমে যাওয়া। 
* পেট স্বাভাবিকের তুলনায় ভারি ভারি লাগা। 
* পেট ফুলে যাওয়া। 
* পেটে ব্যথা অনুভব করা।

যাদের আক্রান্তের আশঙ্কা
* নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই।
* সাধারণত ৮০ শতাংশই পোস্ট মেনোপোজাল অর্থাৎ পঞ্চাশোর্ধ মহিলা। 
* যারা বন্ধাত্ব সমস্যায় আক্রান্ত। 
* যাদের সন্তান সংখ্যা সীমিত। 
* পারিবারিক আক্রান্তের ইতিহাস রয়েছে।

প্রতিকার
* নিয়মিত বাৎসরিক চেকআপ। 
* প্রাথমিক লক্ষণ টের পেলে পুরো পেটের আলট্রাসনোগ্রাম করা।
* CA 125 রক্তের টিউমার মার্কার করা।

চিকিৎসা
কার্যকর চিকিৎসার জন্য রোগটি দ্রুত সনাক্ত হওয়া জরুরি। শুরুর দিকে সনাক্ত হলে অপারেশনের মাধ্যমে ব্যবস্থা নেয়া যেতে পারে। অন্যথায় কেমোথেরাপীর মাধ্যমে চিকিৎসা করা যায়। কিছু ক্ষেত্রে যদি পরিপূর্ণ স্টেজিং অপারেশন করা যায়, কেমোথেরাপী না দিয়েও চিকিৎসা করা সম্ভব। তবে এডভান্স স্টেজে অপারেশনের গুরুত্ব অপরিসীম।

শেষ কথা
ডিম্বাশয়ের ক্যান্সারের সিংহভাগ রোগীই মৃত্যুর কোলে ঢলে পড়েন চিকিৎসা সংক্রান্ত জটিলতা এবং ট্রিটমেন্ট রেজিস্টান্সের জন্য। এ রোগের অধিক মৃত্যুহারের আরেকটি কারণ দেরিতে সনাক্তকরণ এবং দ্রুত ছড়িয়ে পড়া। এই ভয়াবহ রোগের কবল থেকে রেহাই পেতে প্রয়োজন ব্যাপক সচেনতা এবং সময়মত সঠিক চিকিৎসা। তাই শুরুতেই সচেতন থাকলে ভালো।

লেখক: প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং গাইনী ক্যান্সার বিশেষজ্ঞ, আলোক হাসপাতাল, মিরপুর-৬ ঢাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ আহমদুল কবিরের ২১ তম মৃত্যুবার্ষিকী
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৩:০১







নতুন লুকে বিদ্যা সিনহা মিম
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১০:২১

শার্শায় বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:০৪:৪০

প্রেমের টানে কোরিয়ান যুবক সাভারে
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:০০:০০