• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩৮:১৪ (09-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৩৮:১৪ (09-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাবিপ্রবির বিজনেস অনুষদের গেট টুগেদার

৯ মার্চ ২০২৪ সকাল ০৮:৫৯:৪১

হাবিপ্রবির বিজনেস অনুষদের গেট টুগেদার

হাবিপ্রবি প্রতিনিধি: ক্যাম্পাস জীবনকে বলা হয় ছাত্র জীবনের স্বর্ণ সময়। আবেগ, স্মৃতি আর ভালোবাসার নামই ক্যাম্পাস জীবন। বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ হওয়ার পরও মনে হয় যদি আরেকবার ফিরে যেতে পারতাম সেই ক্যাম্পাসে, বন্ধুদের আড্ডায়। তবুও আক্ষেপ থাকে আরও একবার সবাই একসাথে হওয়ার।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর বিজনেস স্টাডিজ অনুষদের " গেট টুগেদার ২০২৪ " আয়োজন করা হয়েছে।

৮ মার্চ শুক্রবার সকাল ৯টায় শুরু হয় বর্ণাঢ্য এই আয়োজনটি। বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ১৫ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গেট টুগেদারের আয়োজন করে বিজনেস স্টাডিজ ফোরাম।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মামুনার রশিদ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাফিয়া আক্তার, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহনাজ পারভীন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন। এতে সভাপতিত্ব করেন গেট টুগেদারের আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শামীম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মামুনার রশিদ বলেন,
"হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের ও উৎসবমুখর একটি দিন। যারা প্রাক্তন শিক্ষার্থী তাদের সবাইকে নিয়েই আজকের এই মিলনমেলা। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার এই প্রোগ্রামকে মূল্যায়ন ও সহযোগিতা করেছেন। ভবিষ্যতে এরকম প্রোগ্রাম ও বৃহৎ পরিসরে রি-ইউনিয়নের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানের আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শামীম হোসেন বলেন, "আমরা প্রায় ১৬ বছর পর প্রথমবারের মতো এরকম একটি আয়োজন করেছি। আজকের এই গেট টুগেদারের মাধ্যমে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরি হবে। যারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন তাদের সাথে নেটওয়ার্কিং তৈরি হবে এবং প্রয়োজনীয় তথ্য গ্রহণ করার মাধ্যমে নিজেদের পেশাগত জীবনের জন্য একধাপ এগিয়ে যাবে। ভবিষ্যৎ আরও এরকম আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। "

বিজনেস স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। দীর্ঘদিন পর একত্রিত হওয়ায় খুবই ভালো লাগছে তাদের। অনেকেই এসেছেন তাদের পরিবার নিয়ে। তাদের মধ্যেও দেখা দিয়েছে অন্যরকম এক আনন্দের বহিঃপ্রকাশ।

দুপুর ১২টায় অডিটোরিয়ামে আয়োজন করা হয় ক্যারিয়ার গাইডলাইন সেমিনার। সেখানে অতিথিবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এছাড়াও র‍্যালি, কেক কাটা, ফটো সেশন, মেইন গেইটের সামনে ফ্ল্যাশ মুভ ও সাংস্কৃতিক প্রোগ্রামসহ নানা আয়োজনের মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠে গেট টুগেদার অনুষ্ঠানটি। শুক্রবার সারাদিন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ছিলো অন্যরকম। যেন বসন্তের ছোঁয়া প্রতিটি প্রাণে প্রাণে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সারা দেশে সরকারি ফার্মেসি চালু করছে সরকার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:৪৮

নাসার সঙ্গে চুক্তি করল বাংলাদেশ
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:৫৩



ধনবাড়ীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:০১

সিরাজগঞ্জের সলঙ্গায় ১২টি টিয়ারশেল উদ্ধার
৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:০৯:৪৫

আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু
৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৮:১৯