স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সম্প্রচার স্বত্ব পেয়েছে টাইমস স্পোর্টস মার্কেটিং অ্যাজেন্সি (টিএসএম)। প্রতিষ্ঠানটি নাগরিক টিভি এবং বাংলালিংকের মাধ্যমে দেশে খেলা দেখাবে।
৫ এপ্রিল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
টিএসএম আগামী ২ বছরের জন্য অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত এই সম্প্রচার স্বত্ব পেয়েছে।
চুক্তি অনুযায়ী টিএসএম আগামী ২ বছরে আয়োজিত হতে যাওয়া আইসিসি টুর্নামেন্টগুলো বাংলাদেশে দেখানোর সুযোগ পাবে। এর মধ্যে আছে চলতি বছরে আয়োজিত হতে যাওয়া পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি, ছেলেদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ।
এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহি জিওফ অ্যালারডাইস বলেন, ‘বাংলাদেশ অঞ্চলের আইসিসি ক্রিকেট স্বত্ব টিএসএমকে দিতে পেরে আমরা আনন্দিত, যেখানে একটি বিশাল ও অনুরাগী সমর্থকগোষ্ঠী আছে। এই বছরের শেষদিকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশেই। আমাদের সম্প্রচারসঙ্গীর সঙ্গে এই মেলবন্ধনে এখানে মেয়েদের ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার এবং নতুন ও রোমাঞ্চকর সমর্থকদের সম্পৃক্ত করার সত্যিকারের সুযোগ আছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available