নড়াইল প্রতিনিধি: নড়াইলে পুরাতন সহপাঠীদের সাথে ক্রিকেট মাঠে আনন্দে মেতে উঠেন ক্রিকেট তারকা হুইপ মাশরাফি বিন মর্তুজা। নিজ বাড়ির পাশেই নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ বিদ্যালয়ের পুরাতন বিভিন্ন এসএসসি ব্যাচের স্টুডেন্টদের মাঝে ক্রিকেট ম্যাচে তিনি যোগ দেন।
১৩ এপ্রিল শনিবার সকালে হুইপ মাশরাফির আগমন সংবাদে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশে উৎসুক জনতা ও মাশরাফি ভক্তরা ভিড় জমায়। তিনি মাঠ ঘুরে সবাইকে উৎসাহ দেন। অংশ নেন খেলায়।
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের মধ্যে আন্ত:ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে হুইপ মাশরাফি বিন মর্তুজা অংশগ্রহণ করেন। ব্যাট হাতে নড়াইলের মাঠে মাশরাফিকে আবারও দেখা গেল। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সাবেক ৩২টি ব্যাচের ছাত্রদের মধ্যে তিন দিনব্যাপী আন্ত:ব্যাচ-এর মধ্যে ১২ এপ্রিল টুর্নামেন্ট শুরু হয়েছে।
১৯৯৯ সালের ব্যাচের ছাত্র বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এ টুর্নামেন্টে শনিবার ম্যাচে অংশগ্রহণ করেন।
১৯৯৮ ব্যচের সাথে খেলা হয় ১৯৯৯ ব্যাচের। ১৯৯৮ ব্যাচের খেলোয়াড়েরা শুরুতে ব্যাট করলে টার্গেট দেয় ৭৪ রানের। এ সময় ১৯৯৯ ব্যাচের হয়ে শুরুতে ব্যাট হাতে মাঠে নামেন মাশরাফি। নিজে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে টার্গেটে পূরণ করেও নিজের দলের জন্য বিজয় ছিনিয়ে আনেন।
এসময় মাঠে ব্যাচের সাবেক শিক্ষার্থীসহ ক্রিকেটপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available