• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৪:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩৪:৫০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে উড্ডয়নকালে পাখির ধাক্কা লেগে বিমান ক্ষতিগ্রস্ত

১১ আগস্ট ২০২৪ বিকাল ০৩:৪৫:১৩

সৈয়দপুরে উড্ডয়নকালে পাখির ধাক্কা লেগে বিমান ক্ষতিগ্রস্ত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বার্ড হিটে (পাখির আঘাতে) বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ১১ আগস্ট রোববার সকাল সোয়া ৮টার দিকে বিমানবন্দরে অবতরণের আগে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে এসে সৈয়দপুর বিমানবন্দরে নামার সময় সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ৪৪৯১/৪৯২) বিমানটির সামনের অংশ পাখির সঙ্গে ধাক্কা লাগে। এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে ত্রুটি সারিয়ে ৭৩ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার বাহাউদ্দিন জাকারিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি ৪৪৯১/৪৯২) ৭১ জন যাত্রী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পথে বিমানবন্দর সীমানার বাইরে বার্ড হিটের কবলে পড়ে।

এতে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারাতে গিয়ে সময় নেয়া হয়। তবে ত্রুটি সারিয়ে ৪ ঘণ্টা পর বিমানটি ৭৩ জন যাত্রী নিয়ে দুপুর ১২টার দিকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩