• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৫:১৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৫:১৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ভাষাগত বৈপরীত্য দূর করতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের এগিয়ে আসতে হবে

৩ মার্চ ২০২৪ সকাল ০৯:৫০:২০

ভাষাগত বৈপরীত্য দূর করতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের এগিয়ে আসতে হবে

গবি প্রতিনিধি: সমতলের সাথে ভাষাগত বৈপরীত্য দূর করতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের এগিয়ে আসতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মানুসের মধ্যেও মেধা ও যোগ্যতা রয়েছে। তাই, নিজেদের ভেতর গুটিয়ে না রেখে যোগাযোগ দক্ষতা আরও বৃদ্ধি করতে হবে।

২ মার্চ শনিবার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আম বাগান চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মিলনমেলায় বক্তারা এসব কথা বলেন।

তারা আরও বলেন, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় কী ভূমিকা পালন করছে, এ বিষয়ে দ্রুতই গবেষণার কাজ শুরু করা হবে।

অনুষ্ঠানে আগত ইংরেজি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী হ্লামংউ মারমা বলেন, 'আমরা শিক্ষা দিয়ে আলোর পাহাড় গড়বো। আমরা সংখ্যালঘিষ্ঠ হওয়ার পরেও এ বিশ্ববিদ্যালয়ে এসেছি। কারণ হচ্ছে, এ বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষাবৃত্তি সুবিধা দিয়ে থাকে। তবে এই সুবিধা যদি কয়েকটা বিভাগের মধ্যে সীমাবদ্ধ না থেকে সকল বিভাগে ব্যবস্থা করা যেত, তাহলে আমরা টেকনিক্যাল বিষয়ে পড়ার সুবিধা পেতাম।'

প্রসঙ্গত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের এ মিলনমেলায় নানা ধরনের খেলার আয়োজন করা হয় যার মধ্যে হাড়ি ভাঙ্গা, র্যাফেল ড্র, বালিশ নিক্ষেপ অন্যতম। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩৫ জনের অধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থী অধ্যয়ন করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩