কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিস্ফোরক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ইদ্রিস আলী (৬০) নামের এক বিএনপি নেতা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
১০ আগস্ট বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢামেকের নতুন ভবনের ষষ্ঠ তলার ৬০২ নম্বর রুমে তার মৃত্যু হয়।
মৃত ইদ্রিস আলী রাজধানীর ৫৩৯নং পূর্ব জুরাইন এলাকার কামিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সম্পাদক ছিল।
এর আগে সকাল সাড়ে ৯টায় কারা অভ্যন্তরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ মৃত্যুর প্রমাণপত্রের উদ্ধৃতি দিয়ে জানান, ব্রেন স্ট্রোকের পর মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হয়েছে। সে রাজধানীর কদমতলী থানায় বিস্ফোরকসহ আরও বেশ কয়েকটি মামলায় গত ৩১ জুলাই থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল। মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সরকার বিরোধী চলমান আন্দোলনের সময় তাকে গ্রেফতার হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে কদমতলী থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা জানান, তিনি নিয়মিত মামলায় আটক হয়ে আদালতের মাধ্যমে কারাগারে বন্দি হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available