• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩২:৫৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:৩২:৫৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সরকারের গুদামে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

১৭ আগস্ট ২০২৩ দুপুর ০১:০১:০৩

সরকারের গুদামে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: বর্তমানে সরকারের খাদ্য গুদামে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত আছে। কোনো ধরনের সংকট নেই। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরও ২ লাখ টন চাল সংগ্রহ করা হবে। প্রয়োজনে মজুত আরও বাড়াতে উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

১৭ আগস্ট বৃহস্পতিবার সকালে নওগাঁর নিয়ামতপুরে আকস্মিক খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনন্য উদ্যোগ। নিম্ন আয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর আর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে জানিয়ে বলেন, ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে। এ মাসে এক সঙ্গে দুই মাসের অর্থাৎ ষাট কেজি করে চাল দেওয়া হচ্ছে। জনসাধারণের পাশে সরকার সব সময় আছে এবং থাকবে। পাশাপাশি সরকারের ওএমএস কর্মসূচিতে চাল, আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩