আমতলী(বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে খাল দখল করে বাঁধ দিয়ে মাছ চাষের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ১০ জুলাই সোমবাবার সকাল ১০ টায় দখলমুক্ত করার দাবীতে খালের পাড়ে বসবাসরত ভুক্তভোগিরা বিক্ষোভ মিছিল করেছেন। এসময় প্রভাবশালীদের হাত থেকে খালটি দখল মুক্ত করতে উপজেলা প্রশাসনের কাছে দাবী জানানো হয়।
জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিন রাওঘা ও উত্তর রাওঘা গ্রামে (জে এল নং ২৫ এর ৩০২০ নং দাগ) প্রবাহমান খালটি ইউনিয়ন বোর্ডে রক্ষিত রেকর্ডে জনসধারণের জন্য উন্মুক্ত থাকার কথা উল্লেখ রয়েছে। কিন্তু আয়তনে ১ একর ২৪ শতাংশের খালটি স্থানীয় প্রভাবশালী একটি মহল অবৈধভাবে দখল করে রেখেছে।
অভিযোগ আছে, স্থানীয় মো. হাবিবুর রহমান, মো. জালাল আকন ও মো. সুলতান খালটিতে ২ টি বাধ দিয়ে মাছ চাষ করছেন। খালের পাড়ে বসবাসকারী প্রায় শতাধিক পরিবারকে তারা গৃহস্থ কাজে খালের পানি ব্যবহার করতে দিচ্ছেন না। সম্প্রতি খালে পনিতে কয়েকটি হাঁস প্রবেশ করলে সেগুলো ধরে জবাই করে খাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রভাবশালীদের দখল থেকে খালটি মুক্ত করে সাধারণ মানুষের ব্যাবহারের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবীতে আতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রাহিমা বেগম, নাছিমা বেগম, জসিম উদ্দিন, বাবুল মৃধা, নাইম, জাহিদুলসহ শতাধিক ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় মো. হাবিব, জালাল আকন ও মো. সুলতানের সাথে কথা বলা হলে তারা খাল দখলের অভিযোগ অস্বীকার করেছেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশ্রাফুল আলম মুঠোফোনে বলেন স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে আমি একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available