• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩১ রাত ০১:২১:০৯ (09-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩১ রাত ০১:২১:০৯ (09-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুতে খেলার মাঠ দখল করে কাঠের ব্যবসা

৭ আগস্ট ২০২৩ বিকাল ০৪:১৪:০৯

রামুতে খেলার মাঠ দখল করে কাঠের ব্যবসা

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে খেলার মাঠ দখল করে কাঠের ব্যবসা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীদের বিরুদ্ধে। উপজেলার রাজারকুল ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন খেলার মাঠটি দখল করে সেখানে ঐ এলাকার আবু তাহের ও স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালী আরও কয়েকজন দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করে আসছেন। ভয়ে এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

জানা গেছে, মাঠটিতে বিগত দিনে স্থানীয় শিশু, কিশোর ও যুবকরা খেলাধুলা করে আসছিলো। মাঠটি অনেক আগে থেকেই খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে মাঠটিকে দখল করে কাঠের ব্যবসা করছেন স্থানীয় কয়েকজন।

সরেজমিন দেখা গেছে, খেলার মাঠের দক্ষিণ-পূর্ব পাশের কিছু অংশে সিমেন্টের তৈরি খুঁটি রেখেছে বনবিভাগ। মাঠের পশ্চিম ও পূর্বপাশে স্থানীয় আবু তাহের ও স্থানীয় এক জনপ্রতিনিধি এবং আরও কয়েকজন কাঠ স্তুপ করে রেখে ব্যবসা করছেন। এতে মাঠে শিশু-কিশোরদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, ছোটবেলা থেকে মাঠটিতে ফুটবল, ক্রিকেট ও ব্যাটমিন্টন খেলে আসছি। কিন্তু মাঠ দখল ও মাঠে কাঠ রাখায় এখন আর খেলাধুলা করা যায় না। খেলতে গেলে কাঠ ও সিমেন্টের খুঁটির কারণে দুর্ঘটনার শিকার হতে হয়।

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ফাওয়াজ মোহাম্মদ চৌধুরী বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে এটি খেলার মাঠ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে । ১০ গ্রামের ছেলেমেয়েরা এ মাঠে খেলাধূলা করে। স্থানীয় কিছু অসাধু কাঠ ব্যবসায়ী বনবিভাগের যোগসাজশে মাঠে গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং মাঠ দখলে নেওয়ার পায়তারা করছে। দ্রুত কাঠ সরিয়ে নিয়ে মাঠটি দখলমুক্ত করার দাবি জানান এ ছাত্রলীগ নেতা।

অভিযুক্ত আবু তাহের বলেন, বৃষ্টি কমে গেলে ১ সপ্তাহের মধ্যেই গাছ সরিয়ে ফেলবো।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফকিরহাটে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
৮ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৪:১৭


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
৮ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩০:১৯