• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই পৌষ ১৪৩১ দুপুর ০২:২৮:১৮ (27-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই পৌষ ১৪৩১ দুপুর ০২:২৮:১৮ (27-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে বড়দিন উদ্‌যাপন

২৫ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৪১:৫৬

নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে বড়দিন উদ্‌যাপন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার ১৭টি গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার সকালে গীর্জায় প্রভুর ভোজের উপাসনার মধ্যে দিয়ে মুজিবনগরের ভবরপাড়া, বল্লভপুর, রতনপুর, গাংনীর নিত্যানন্দনপুর ও চৌগাছা জপমালার গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এর আগে সোমবার রাত ১২ টায় প্রদীপ প্রজ্বলন ও আতশবাজি সহ নানা আয়োজনের মধ্যে বড়দিনকে বরণ করেছে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা। মুজিবনগর ও গাংনীর নিত্যানন্দনপুরে বসেছে অর্ধশত বছরের মেলা, যেখানে রয়েছে নাগরদোলা, খই-মুড়কি, দই-মিষ্টি খেলনাসহ বিভিন্ন খাবারের দোকান।

মেলাতে আসা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা জানান, সব ধর্মের মানুষ এক সাথে আনন্দ উৎসব পালন করা হয়। এখানে অপ্রীতিকর ঘটনা কোনো দিনই ঘটেনি। শান্তিপূর্ণভাবে বড়দিন পালিত হচ্ছে।

সাংবাদিক জাহিদ মাহমুদ জানান, বড়দিন উপলক্ষ্যে নিত্যানন্দপুরে ঐতিহ্যবাহী মেলা বসে। এ মেলায় বিভিন্ন এলাকার মানুষ সমবেত হন। এখানে আসলে অনেক ভালো লাগে।

খ্রিষ্টান ধর্মের অনুসারী অপু বলেন, আমরা সব ধর্মের মানুষ একসাথে বড়দিন উদ্‌যাপন করি। এছাড়া সারা বছরই আমরা একত্রে শান্তিপূর্ণ ভাবেই বসবাস করি।

চৌগাছা জপমালা গীর্জার প্রধান কুটির জানান, সার্বিক নিরাপত্তার মধ্যে দিয়ে শুভ বড় দিন পালন করছি। অন্য বারের মত এবারও শান্তিপূর্ণভাবে বড় দিন উদ্‌যাপন হচ্ছে।

ঐতিহ্যবাহী মেলার বিক্রেতারা জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এবারও মেলায় অনেক দোকান রয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়া আমরা সকল ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে পারছি। ক্রেতাদের উপচে পড়া ভিড়ের কারণে বেচাকেনাও ভালো হচ্ছে।

এদিকে বড়দিনকে কেন্দ্র করে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, বড়দিন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ