• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৬:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৬:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

২১ বছর পর গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

২৬ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:১০:৫৬

২১ বছর পর গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরের আলোচিত গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আবুল মিয়া ওরফে রাজিবকে দীর্ঘ ২১ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৪।

২৬ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টা দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন। এর আগে গত রাতে সিংগাইরের ভূমদক্ষিন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল মিয়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা উত্তর পাড়া গ্রামের গেদা ফকিরের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

র‌্যাব জানায়, ভিকটিম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লাচর উলাইল গ্রামে বসবাস করতেন। তিনি ঢাকার হেমায়েতপুরের একটি গার্মেন্টেসে চাকরি করতেন। গার্মেন্টেসে আসা যাওয়ার পথে আবুল মিয়া (২৫) ভিকটিমকে প্রায় কুপ্রস্তাব দিত। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৩ সালের মে মাসের ২৭ তারিখে রাত সাড়ে ৮টার দিকে আবুল মিয়া, মানিক, খালেক ও কালাম ওই ভিকটিমকে ধল্লা ইউনিয়নের ফজলু মিয়ার গাজিন্ধার চকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।

পরে ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আবুল মিয়া ও মানিককে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত ২০১৭ সালের মে মাসের ১৪ তারিখে আসামি আবুল মিয়া ও মানিককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আরিফ হোসেন জানান, মানিকগঞ্জের সিংগাইরের আলোচিত গণধর্ষণ মামলার আসামি মো. আবুল মিয়া ওরফে রাজিব যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। পলাতক থাকাকালীন সময়ে তিনি নিজের নাম পরিবর্তন করে অন্য গ্রামে বিয়ে করে সংসার করতে ছিলেন।

তিনি আরও জানান, দীর্ঘ প্রায় ২১ বছর ধরে পলাতক আবুলকে গত রাত ১০ টা ৪০ মিনিটের দিকে সিংগাইর উপজেলার ভূমদক্ষণন গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩