নিজস্ব প্রতিবেদক: দেশে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে নির্দলীয় প্ল্যাটফর্মের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। তারা বলেছেন, রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিমূলক সাংবাদিকতা ও করপোরেট মালিকদের স্বার্থরক্ষায় পেশাদার গণমাধ্যমকর্মীদের অধিকার ক্ষুণ্ন করার পাশাপাশি গণমাধ্যমকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। এ সংকট কাটাতে গণমাধ্যমের সামষ্টিক চরিত্র পাল্টাতে হবে।
১৭ আগস্ট শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘গণমাধ্যম সংস্কার উদ্যোগ’ শীর্ষক সভায় অংশ নেওয়া সাংবাদিকেরা এসব কথা বলেন। সভা পরিচালনা করেন সাংবাদিক আরিফুল সাজ্জাত ও আহমদ ফয়েজ। এ সময় মুক্ত, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় একটি নির্দলীয় প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে একমত হন সর্বস্তরের সাংবাদিকেরা।
অনুষ্ঠানে লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, ‘সাম্প্রতিক রাষ্ট্রীয় গণহত্যায় গণমাধ্যম কোনোভাবেই তার দায় এড়াতে পারে না। সে জন্য এখন আমাদের প্রচণ্ড রকমের আত্মসমালোচনা দরকার’।
সাংবাদিকতার জগতে এখন তিনটি অভ্যুত্থান দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথম করপোরেট ইন্ডাস্ট্রির বিরুদ্ধে, দ্বিতীয়ত দলীয় সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের বিরুদ্ধে, তৃতীয়ত নিজেদের লোভ ও পক্ষপাতের বিরুদ্ধে আমাদের অভ্যুত্থান দরকার।’
সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘সাংবাদিকতার সবচেয়ে বড় সংকট করপোরেট মালিকানা। এই ব্যবস্থার পরিবর্তন না করতে পারলে গণমাধ্যমকর্মীদের অর্থনৈতিক মুক্তিসহ আমরা যে জনবান্ধব গণমাধ্যম দেখতে চাই সেটি কঠিন হয়ে পড়বে। তিনি দলমতের বাইরে পেশাদার সাংবাদিকদের নিয়ে একটি শক্তিশালী সংগঠন তৈরির ওপর জোর দেন।’
অনুষ্ঠানে গণমাধ্যমের ব্যাপক সংস্কারকল্পে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচারসহ ১৩ দফা দাবি পেশ করেন সাংবাদিকেরা।
সভায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ, একাত্তর টেলিভিশনের শাহনাজ শারমিন, নিউ এইজের মঈনুল হক, ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক বাহরাম, মাই টিভির মাহবুব সৈকত, দ্যা বিজনেস পোস্টের আশরাফুল ইসলাম রানা প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available