• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৯:৩৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৯:৩৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বৃষ্টিতে ভিজে গণমিছিলে শিক্ষার্থীদের পাশে বাকৃবির শিক্ষকবৃন্দ

২ আগস্ট ২০২৪ বিকাল ০৫:৩৮:৫৩

বৃষ্টিতে ভিজে গণমিছিলে শিক্ষার্থীদের পাশে বাকৃবির শিক্ষকবৃন্দ

বাকৃবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে দেশব্যাপী ‘প্রার্থনা-কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বৃষ্টিতে ভিজে গণমিছিল কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকবৃন্দ। তবে গণমিছিলে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি সোনালি দলের বলে জানা যায়।

২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের করিডোরে একত্রিত হন শিক্ষকবৃন্দ। তাঁদের সাথে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও। এ সময় মোট ৭০ জন গণমিছিলে উপস্থিত হয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, শিক্ষকরা বৃষ্টির মধ্যেই প্ল্যাকার্ড হাতে লাইব্রেরির সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজয়-৭১ স্মৃতি স্তম্ভের সামনের রাস্তা দিয়ে গিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন বাকৃবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সোনালি দল’ এর সাবেক সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া ।

তিনি তার বক্তব্যে বলেন, মানুষকে কথা বলতে দিচ্ছে না, টুটি চেপে ধরছে, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে পাখির মতো মানুষ মারছে। সেই সময়ে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিল করে এখানে এসে দেশের সচেতন নাগরিক হিসেবে নিজেদের বিবেককে পরিষ্কার করেছি।

সামনের দিনে যতদিন এই জালিম সরকার, গণহত্যাকারী সরকার, মাফিয়া সরকার দেশ থেকে বিদায় না নিবে ততোদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা শতভাগ একাত্মতা ঘোষণা করলাম এবং এই জালিম সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো বলেও ঘোষণা দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩