• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:২০:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:২০:৩১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় ক্ষুদ্রঋণ গ্রাহকদের অংশগ্রহণে গণশুনানি

২৭ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৫:৫৮

নওগাঁয় ক্ষুদ্রঋণ গ্রাহকদের অংশগ্রহণে গণশুনানি

নওগাঁ প্রতিনিধি: ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) নওগাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী’র গ্রাহকদের সাথে একটি গণশুনানি’র আয়োজন করে।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মুহাম্মদ মাজেদুল হক, নির্বাহী পরিচালক এমআরএ।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মো. নূরে আলম মেহেদী এবং মুহাম্মদ শহিদুল ইসলাম, পরিচালক, এমআরএ। সভাপতিত্ব করেন মো. হোসেন শহীদ ইকবাল, নির্বাহী পরিচালক, মৌসুমী।

এমআরএ-এর উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রোমান খান, সিনিয়র সহকারী পরিচালক, এমআরএ, মো. এরফান আলী, উপনির্বাহী পরিচালক, মৌসুমী এবং মৌসুমী’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। গণশুনানিতে মৌসুমী হতে বিভিন্ন খাতে ঋণ গ্রহণকারী ৪০জন গ্রাহক অংশগ্রহণ করেন।

গণশুনানিতে ক্ষুদ্রঋণ গ্রহণের মাধ্যমে গ্রাহকগণ কীভাবে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করেছেন তা বর্ণনা করেন। গ্রাহকদের জন্য এমআরএ কর্তৃক চালুকৃত (হটলাইন নম্বর ১৬১৩৩) প্রবর্তনের উদ্যোগ গ্রহণের জন্য তারা এমআরএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

গ্রাহকগণ বলেন, তারা তাদের প্রকৃত চাহিদা অনুযায়ী সংস্থা হতে ঋণ পান না। এ প্রসঙ্গে মৌসুমী’র কর্মকর্তাগণ বলেন বর্তমানে গ্রাহকদের অন্যান্য সংস্থা হতে ঋণ গ্রহণের সঠিক চিত্র অনুধাবন করা যায়না ফলে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করা সম্ভব হয় না। গ্রাহকগণ নারী উদ্যোক্তাদের জন্য ৬% হারে ঋণ প্রদান, বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদানকৃত ৯.৮% হারে যে ঋণ প্রদান করা হয়েছে তা অব্যাহত রাখার প্রস্তাব করেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩