• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৫৭:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:৫৭:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ক্ষেতলালে ব্যাপক গণসংযোগ করছেন নৌকার প্রার্থী স্বপন

৩ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৪৫:২৬

ক্ষেতলালে ব্যাপক গণসংযোগ করছেন নৌকার প্রার্থী স্বপন

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে গণসংযোগ করছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হুইপ স্বপন তার নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) প্রতিটি গ্রামের মানুষের কাছে গিয়ে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন।

এরই ধারাবাহিকতায় ৩ জানুয়ারি বুধবার বেলা ১২ টার সময় ক্ষেতলাল পৌর ৩ নং ওয়ার্ডের ধনকুড়াইল, পাঠবাড়ি, সাগরামপুর, পাইকপাড়া, ইসলামপুর ও মালিপাড়া মহল্লার মানুষের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বুলু, সাংগঠনিক সম্পাদক আরমান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র খলিলুর রহমান কাজী, মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র মমতাজ পারভিন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

জয়পুরহাট-২ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী (কাঁচি), জাতীয় পার্টির প্রার্থী মো. আবু সাইদ নুরুল্লাহ (লাঙল), জাতীয় সমাজতান্ত্রিক দলের আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. আবু সাইদ (আম), বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. নয়ন (ডাব), স্বতন্ত্র প্রার্থী মো. আতোয়ার হোসেন (ট্রাক) এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রাজ্জাক সরদার (ঈগল)।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৫ হাজার ৯৭২ জন। ক্ষেতলাল উপজেলায় মোট ভোটার ৯৪ হাজার ১০ জন। পুরুষ ভোটার ৪৬ হাজার ৬৮৬ জন এবং নারী ভোটার ৪৭ হাজার ৩২৩ জন এবং হিজরা ভোটার রয়েছেন একজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩