শরীয়তপুর প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কেন? এর কারণ এই পশ্চিম পাকিস্তানিরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারে নাই, আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। ৭১ সালে তিনটা স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল- শাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার।
কিন্তু আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করার কথা। এই চারটা নীতি হলো ভারতের সংবিধানের মূলনীতি। অর্থাৎ ভারতের সংবিধান আমাদের মাথার ওপর চাপিয়ে দেয়া হয়েছে।’
৮ সেপ্টেম্বর রোববার বিকেলে শরীয়তপুর পৌরসভা বালুর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম এ মন্তব্য করেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর চিহ্নিত একটি দল লুটপাট, খুন-খারাবি ও চাঁদাবাজি শুরু করেছে। এখন তারা ফ্যাস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে ফেলেছেন। আপনাদের কি শক্তি আছে তা আমরা জানি। আপনারা জীবনভর পরের মাথায় নুন রেখে বরই খাওয়ার দল। আন্দোলন করব আমরা, আর ক্ষমতায় যাবেন আপনারা। এটা হতে দেয়া যাবে না। আগামীতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের বাংলাদেশের মাটিতে স্থান দেয়া হবে না।
এসময় শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তোফায়েল আহমাদ কাশেমীর সভাপতিত্বে এবং হা. মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন, দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব হা. মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল-আমিন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন, ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলী, অ্যাডভোকেট মানিক মিয়া সরদার প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available