• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৮:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৮:০৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন স্বাস্থ্য মন্ত্রী

১৪ জুলাই ২০২৪ দুপুর ১২:৫৩:০২

নীলফামারীতে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করলেন স্বাস্থ্য মন্ত্রী

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার সংগলশীতে সঞ্জীব মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

১৩ জুলাই শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত কমিউনিটি ক্লিনিকটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে ক্লিনিকটি পরিদর্শন করে নিজের স্বাস্থ্য পরীক্ষা করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য ভালো রাখতে সব সময় কমিউনিটি ক্লিনিকের সাথে যোগাযোগ রাখবেন। আর চিকিৎসারও ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসা ক্ষেত্রে গাফলতি না করার কথাও বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, গর্ভবতী মায়েরা কমিনিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য পরীক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সিজারিং কমবে। আর সিজারিং কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে স্বাস্থ্য বিভাগ। এভাবেই সারা দেশে কমিউনিটি ক্লিনিক ছড়িয়ে দিলে মানুষ সহজেই করতে পারবে স্বাস্থ্য পরীক্ষা। কমবে বড় বড় রোগের ঝুঁকি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩