• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:২৪:৪১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:২৪:৪১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

২৫ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৫:০৮

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের আয়োজনে ‘Pharmacists Meeting Global Health Needs’" স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস- ২০২৪।

২৫ সেপ্টেম্বর বুধবার সকালে র‌্যালি ও কেক কাটার মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয়। পরে কুইজ ও বিষয়ভিত্তিক বক্তব্য প্রতিযোগিতা এবং আলোচনা সভার মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।

বাজার'স অ্যাপসভিত্তিক কুইজ প্রতিযোগিতায় ব্যাচ প্রতি ২ জন করে মোট ১২ জন অংশগ্রহণ করে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১০০ পয়েন্ট ও প্রতিটি ভুল উত্তরের জন্য ৫০ পয়েন্ট বাদ যাওয়ার শর্তে ৫৫০ পয়েন্ট সংগ্রহ করে ৪৪তম ব্যাচ প্রথম, ৫০০ পয়েন্ট সংগ্রহ করে ৪৬তম ব্যাচ দ্বিতীয় ও ৩৫০ পয়েন্টে ৪৫তম ব্যাচ তৃতীয় স্থান দখল করে। 

অন্যদিকে বক্তব্য প্রতিযোগিতায় ৪৭তম ব্যাচের মুশফিকুর রহমান প্রথম, ৪১তম ব্যাচের সুমাইয়া আক্তার দ্বিতীয় ও ৪২তম ব্যাচের মোস্তফা আহমেদ জিসান তৃতীয় স্থান লাভ করে।

আলোচনা সভায় ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মোকলেছুর রহমান সরকার বলেন, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ সালে ২০জন শিক্ষার্থীদের নিয়ে ফার্মেসি শিক্ষার যাত্রা শুরু হয়। পরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি শিক্ষা শুরুর পেছনে অবদান রেখেছে ডা. জাফরুল্লাহ চৌধুরী। ২৮টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অবস্থান তৃতীয়। বাংলাদেশে প্রায় ২৬০টি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজে ফার্মাসিস্টরা ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বর্তমানে থাইল্যান্ড, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এমনকি ইউএসএ তে রপ্তানি হয়। তবে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে হেলথ সিস্টেম ম্যানেজমেন্টে ফার্মাসিস্টদের অবদান রাখার সুযোগ নেই। যদিও কিছু কিছু বেসরকারি হাসপাতালে ফার্মাসিস্টদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আজকের এই বিশ্ব ফার্মাসিস্ট দিবসের অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাই সরকারি হাসপাতাল সমূহে ঔষধের সঠিক ব্যবহার নিশ্চিতে ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, হসপিটাল ফার্মাসিস্ট অন্তর্ভুক্তির দাবি জানাই যার মাধ্যমে দেশের উল্লেখযোগ্য সংখ্যক যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা দেশের কল্যাণে কাজ করতে চাই আমাদের সে সুযোগ সৃষ্টিতে কাজ করতে হবে।

উল্লেখ্য, বিশ্বময় স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের বহুমাত্রিক অবদানের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার প্রত্যয়ে বাংলাদেশে সর্বপ্রথম ২০১৪ সাল থেকে দিবসটি পালন করে আসছে গবির ফার্মেসি বিভাগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩