বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) তত্ত্বাবধানে ৪ হাজার ৩৮টি গবেষণা প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ৭৫০টির বেশি গবেষণা প্রকল্প চলমান রয়েছে। প্রতিবছর বার্ষিক কর্মশালায় চলমান গবেষণা প্রকল্ সমূহের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি বার্ষিক কর্মশালার আয়োজন করা হয়।
আজ ২৭ এপ্রিল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী (২৭-২৮ এপ্রিল) বাউরেসের এবারের বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালার উদ্বোধন হবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘কৃষিতে টেকসই উন্নয়নের জন্য জলবায়ু স্মার্ট গবেষণা উদ্যোগ’।
২৬ এপ্রিল শুক্রবার বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনে এ কর্মশালা সম্পর্কে এসকল তথ্য জানান বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম।
সংবাদ সম্মেলনে বাউরেসের পরিচালক জানান, দুই দিনব্যাপী ওই কর্মশালায় ২০২২-২৩ অর্থবছরে চলমান গবেষণার এইচ-ইনডেক্সের ওপর ভিত্তি করে বাকৃবির ১৬ জন গবেষককে ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনাইজেশন অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য খামারি পর্যায়ের ৬ জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২৩’ প্রদান করা হবে। প্রথমবারের মতো এবছর কৃষি প্রযুক্তি প্রচার ও প্রসারে অবদান রাখার জন্য একজনকে 'বাউরেস কৃষি সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২৪' প্রদান করা হবে।
পরিচালক আরও জানান, কর্মশালায় মোট ২০টি (১৯টি টেকনিক্যাল সেশন, ১টি বিশেষ সেশন) সমান্তরাল সেশন ও ২টি পোস্টার উপস্থাপনা সেশন অনুষ্ঠিত হবে। টেকনিক্যাল সেশনে প্রায় ৬০১টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরিচালিত গবেষণা প্রকল্প থেকে উন্নত মানের ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে আর্টিকেল প্রকাশ করায় প্রকাশনা খরচ বাবদ ৬১ জন গবেষককে মোট ২৭ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হবে।
বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগমের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামছুল আলম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক ড. দেবাশিষ সরকার, খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. সী জাউসীন।
কর্মশালার দ্বিতীয় দিনে, কারিগরি সেশন ভিত্তিক সারাংশ রিপোর্ট উপস্থাপন করা হবে এবং কারিগরি কমিটির মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি সেশন থেকে ১ জন করে মোট ২০ জনকে সেরা উপস্থাপনকারী হিসেবে সনদ ও সম্মাননা প্রদান করা হবে। ২টি পোস্টার সেশন থেকে মোট ৬ জনকে পুরস্কৃত করা হবে। টেকনিক্যাল সেশন পরবর্তী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি ডীন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. ছাজেদা আখতার, বাকৃবি উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির এর সহ-সমন্বয়ক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান এবং বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. রফিকুল ইসলাম সরদার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available