• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৭:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৭:১৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সীতাকুণ্ডে অস্ত্রসহ গরুচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০ এপ্রিল ২০২৪ সকাল ০৯:০৮:৫৮

সীতাকুণ্ডে অস্ত্রসহ গরুচোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ গরুচুরি করার সময় চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

১৮ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সারেং পাড়া আহম্মদ ডাক্তারের বাড়ির পূর্বপাশে ব্রিজের উপর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার লক্ষ্যনচর ১নং ওয়ার্ড আমান পাড়ার মো. আমির হোসেনের ছেলে মো. মুবিন উদ্দীন (৩২), পশ্চিম ভাটাখালি তছরঘাটা এলাকার নবাব মিয়ার ছেলে মো. সোহেল (২৪) ও একি উপজেলার ভাড়ামুড়ি ৪নং ওয়ার্ড বালু সর্দ্দারের বাড়ির মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আব্দুল শুক্কুর (৩০)। বর্তমানে সে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চকবাজার ওয়ার্ডের আসলামের কলোনিতে বসবাস করেন।

জানা যায়, বৃহস্পতিবার ১৮ এপ্রিল রাত ১২টার সময় গরুচুরির গোপন সংবাদ পেয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কামাল উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিথি টের পেয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় পিছন থেকে ধাওয়া দিলে ৬ জন পালিয়ে গেলেও ড্রাইভারসহ বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযানে চক্রের কাছে থাকা ৩টি গরু ও একটি অগ্নিঅস্ত্র উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘ দিন ধরে চুরির কাজে সম্পৃক্ত। তাদের কাছ থেকে উদ্ধার করা মোট ৫টি গরুর মধ্যে তিনটি বদল গরু, ১ গাভি ও একটি বাচুর রয়েছে। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় অস্ত্রমামলাসহ তিনটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনর্চাজ (ভারপ্রাপ্ত)  মো. কামাল উদ্দীন বলেন, অভিযানের সময় তারা দুটি ফাঁকা গুলি ছুড়তে থাকে। তাদের কাছ থেকে গরু, ১টি অগ্নিঅস্ত্র ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

গ্রেফতাদের বিভিন্ন অপরাধে তিনটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩