• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৮:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৮:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেন্দুয়ায় এক রাতে কৃষকের ৪ গরু চুরি

৩০ অক্টোবর ২০২৩ রাত ০৮:৩২:২৮

কেন্দুয়ায় এক রাতে কৃষকের ৪ গরু চুরি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় রফিকুল ইসলাম নামের এক কৃষকের গোয়াল ঘর থেকে এক রাতেই ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। ২৮ অক্টোবর শনিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের সেহড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাতে কৃষক রফিকুল ইসলামের গোয়াল ঘর থেকে একদল দুর্বৃত্ত একটি লাল গাভী, একটি কাজলা গাভী, একটি কাজলা ষাঁড় ও একটি লাল বকনা বাছুর গরুসহ মোট চারটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক দাম ৪ লাখ টাকা।

কৃষক ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখে তার গরু নেই। তাৎক্ষণিক চুরির ঘটনা জানালে শতাধিক গ্রামবাসী চোরের দলকে ধরতে চেষ্টা করলেও চোরের কোনো সন্ধান পায়নি। তাছাড়া তাদের ধারণা, গ্রামের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় অন্য গ্রাম থেকে এসে একটি চোর চক্র এলাকার বিভিন্ন গোয়াল ঘর থেকে গরু চুরি করেছে। এসব গরু চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন গ্রামবাসী।

ভুক্তভোগী কৃষক রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতোই গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ে ছিলাম। রাতে একদল চোর এসে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে আমার চারটি গরু চুরি করে নিয়ে যায়। এ চারটি গরুই আমার শেষ সম্বল। চার লাখ টাকার চারটি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কীভাবে ছেলে-মেয়েদের নিয়ে সংসার চালাবো, সেই চিন্তায় আছি।

নওপাড়া ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কায়সার জানান, শীত আসতে না আসতেই গ্রামে শুরু হয়েছে গরু চুরির ঘটনা। শনিবার দিনগত রাতে সেহড়া গ্রামের এক কৃষকের চার গরু চুরি হয়ে গেছে। ঘটনাটি আসলেই মর্মান্তিক।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, সেহড়া গ্রামে থেকে এক কৃষকের গোয়াল ঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। এ বিষয়ে রোববার দুপুরে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় থানা পুলিশ কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩