• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৭:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৭:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরের ১০ গ্রামে ৭৯টি গরু-মহিষ চুরি, এলাকাবাসীর ক্ষোভ পুলিশের বিরুদ্ধে

১৫ জুলাই ২০২৪ সকাল ১০:৫৭:৩১

শ্রীপুরের ১০ গ্রামে ৭৯টি গরু-মহিষ চুরি, এলাকাবাসীর ক্ষোভ পুলিশের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের দশ গ্রামে সম্প্রতি ৭৯টি গরু-মহিষ চুরি হয়েছে। আতঙ্কে এলাকার কৃষকদের এখন নির্ঘুম রাত কাটে। লাগাতার গরু-মহিষ চুরির ঘটনা ঘটলেও চোর চক্রকে দমন করতে ব্যর্থ হওয়া এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে।

গরু চুরির প্রতিবাদে ১৪ জুলাই রোববার বিকেলে উপজেলার বাউনী বাজারে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভূক্তভোগী কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

গোসিংগা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষকরা। তাদের কথায় উঠে আসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ।

বক্তারা বলেন, পুলিশ রাতে টহল দেয়। সাধারণ মানুষষের চলাচলে নজরদারি করে। অথচ, চোর নিরাপদে গরু নিয়ে যায়, তাদের নজরে পড়ে না। থানায় গরু চুরির অভিযোগ দিলে উল্টো হয়রানির শিকার হতে হয়। চোর ধরে থানায় দিলে চালান হয় সন্দেহ ভাজন হিসেবে। আমরা এলাকার কৃষকরা অসহায় হয়ে পরেছি। আমরা কার কাছে বিচার চাইবো। আমাদের পাশে কেউ নেই। একজন কৃষকের সম্বল গরু। তাও এক রাতেই চুরি হয় গোহাল শূন্য করে। ভুক্তভোগীরা কৃষকদের বাঁচাতে অবিলম্বে গরুচুরি বন্দে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্য বক্তারা অভিযোগ করে বলেন, গরু চুরির বিষয়ে পুলিশের উদাসীনতা রয়েছে। থানায় অভিযোগ দিয়ে হয়রানির শিকার হতে হয়। কোনো প্রতিকার হচ্ছে না। মানুষের জান-মাল রক্ষার দ্বায়িত্ব পুলিশের। এ দায়িত্ব পালনে শ্রীপুর থানার পুলিশ ব্যর্থ হয়েছে। আমরা অবিলম্বে গরুচুরি বন্দের কার্যকর ব্যবস্থার দাবি করছি।
  
সভার প্রধান সমন্বয়ক গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শফিকুল ইসলাম বলেন, গোসিংগা ইউনিয়নের দশটি গ্রামে সম্প্রতি আশংকাজনকভাবে গরু চুরি হচ্ছে। রাত জেগে পাহাড়া দিয়েও শেষরক্ষা হচ্ছে না। সম্প্রতি পটকা, কর্ণপুর, বাউনী, হায়াতখারচাল, বেড়াবাড়ি, চাওবন, লতিফপুর, নারায়নপুর, কাইচাবাড়ি, খিলপাড়া গ্রাম থেকে ৭৬টি গরু ও ৩টি মহিষ চুরি হয়েছে।

তিনি আরও বলেন, লাগাতার গরু চুরির ঘটনার প্রতি বাদে এলাকাবাসী প্রতিবাদ সভা করছে। এ সভায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু তিনি উপস্থিত হননি। এটা হতাশাজনক।    

সভায় আরও বক্তব্য রাখেন গোসিংগা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান শাহিন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা নূর মোহাম্মদ ফকির, খন্দকার মো. আসাদুজ্জামান, ইউপি সদস্য মো. তাজউদ্দিন আহাম্মদ, মো. ফারুক প্রধান, মো. অসাদুজ্জামান বাবু, খন্দকার ওবায়েদুর রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩