• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৭:৩০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩৭:৩০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরে ফের কলা বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা

২৩ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৩৮:১৬

মেহেরপুরে ফের কলা বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ছবি: এশিয়ান টিভি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের একের পর এক ফসলের সঙ্গে শত্রুতা করে মাঠের ফসল নষ্ট করে দেয়া হচ্ছে। এতে রাতের অন্ধকারেই কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা।

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতের অন্ধকারে মেহেরপুরের গাংনীর বালিয়াঘাট গ্রামের দেড় বিঘা জমির কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

ফসলের মালিক কুষ্টিয়ার দৌলতপুরের পার গোয়ালগ্রাম গ্রামের সাবেক ইউপি সদস্য রহিদুল ইসলাম। বালিয়াঘাট গ্রামের মাঠে প্রায় ৬৫ বিঘা জমি ইজারা নিয়ে কলার চাষ করছেন তিনি। 

রহিদুল অভিযোগ করেছেন, ‘কে বা কারা তার সঙ্গে শত্রুতা করে কলা গাছ কেটে ফেলেছে।’

শুধু রহিদুল নয়, গত কয়েকদিনে বেশ কয়েকজন কৃষকের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। এই নিয়ে স্থানীয় কৃষকরা শঙ্কা ও উদ্বেগের মধ্যে দিন পার করছেন। 

তারা বলছেন, কৃষকের কষ্টে ফলানো ফসল যদি রাতের অন্ধকারেই নষ্ট করে দেয় দুর্বৃত্তরা, তবে এসব কৃষক পরিবার অসহায় হয়ে পড়বে। সেই সঙ্গে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কাও আছে।

এর আগে গত ২০ জানুয়ারি রাতে একই ব্যক্তির ৬ বিঘা জমির কলা গাছ কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। এই নিয়ে মোট সাড়ে ৭ বিঘা জমির কলা গাছ কর্তন করল তারা। দীর্ঘ দিনের কষ্টে বড় করা কলা গাছের এমন অবস্থায় ভেঙে পড়েছেন এর মালিক। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনারও জোর দাবি জানিয়েছেন কৃষকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩