• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪২:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪২:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাথরঘাটায় সিসিডিবির ফলদ চারা বিতরণ

২৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:২০:৫৩

পাথরঘাটায় সিসিডিবির ফলদ চারা বিতরণ

পাথরঘাটার (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা, চরলাঠিমারা ও রুহিতা গ্রামে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবির উদ্যেগে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। ২৯ অক্টোবর রোববার দুপুর ১২ টায় জলবায়ু  সহনশীল জনগোষ্ঠী  তৈরীতে  ভূমিকা রাখতে চারাগুলো বিতরণ করা হয়।

পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামে ৫০ জন, চরলাঠিমারা গ্রামে ৭০ জন এবং রুহিতা গ্রামের ১২০ জনসহ মোট ২৪০ জন উপকারভোগীদের মাঝে এ ফলদ চারা বিতরণ করা হয়েছে। এক্ষেত্রে প্রত্যেককে একটি করে আম, লেবু, পেয়ারা, মাল্টা ও বরইসহ মোট ৫ টি করে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড মেম্বার মো. রেজওয়ান, সিসিআরসি উপদেষ্টা আ. হালিম, চরলাঠিমারা সিসিআরসি সভাপতি মো. বেল্লাল হোসেন, পদ্মা সিসিআরসি সভাপতি মো. আ. রহিম, রুহিতা সিসিআরসি সভাপতি মো. জাকির হোসেন, সিসিআরসির অন্যান্য সদস্য প্রতিনিধী এবং সিসিআরসির জলবায়ু যুব প্রতিনিধীবৃন্দ।

প্রধান অতিথী তার বক্তব্যে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতার অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও সিসিডিবির গাছের চারা বিতরণ কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সিসিডিবি উপজেলা সমন্বয়কারী জনাব সুব্রত মিস্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বেশী বেশী গাছ লাগানোর কোনও বিকল্প নেই, এছাড়া উন্নত চুলা ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখা যায়। সার্বিকভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সিসিডিবি মাঠ সহায়ক বাসুদেব, ওয়ারিচুর, অভিষেক এবং সহায়ক হিসেবে ছিলেন তিমথী, অভিজিৎ, অনন্যা, মাহমুদ রহমান এবং মারিয়াম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩