• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১০:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১০:৪৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৫ আগস্ট ২০২৩ দুপুর ১২:১০:১৫

পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পাবনা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন রাষ্ট্রপতি পুত্র, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি।

১৪ আগস্ট সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন তিনি।

শিক্ষার্থীদের বিভিন্ন গাছের নামের সঙ্গে পরিচয় করিয়ে দেন রনি। পরে বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আলম গাফফারী রাসেল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব হোসেন জয়, স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেএম ইমতিয়াজ মামুনসহ অনেকে।

এরপর মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পিতা শারফুদ্দিন আনসারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাবনা মানব কল্যাণ ট্রাস্টে দোয়া মাহফিলে অংশ নেন আরশাদ আদনান রনি। সেখানে দেড় শতাধিক এতিম, দুস্থ্ ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করেন তিনি।

এ সময় জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইমরুল হাসান (রন্টি), জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজ খান ও মহামান্য রাষ্ট্রপতির পরিবারের সদস্য ইমরান খান রানাসহ জেলা এবং সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ অনেক সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩