• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৯:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:০৯:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দিনাজপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

২০ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৪৭:৩৫

দিনাজপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’- প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুভ উদ্বোধন করা হয়েছে।

২০ আগস্ট রোববার বিকেলে  জেলা প্রশাসক শাকিল আহমেদ বর্ণাঢ্য এ র‌্যালির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোর-এ-শহীদ বড় ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকতা-কর্মচারিরা অংশগ্রহণ করেন।

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল-আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম প্রমুখ।

আলোচনা শেষে ছাত্রছাত্রীদের হাতে ১টি করে ফলজ গাছের চারা উপহার হিসাবে তুলে দেয়া হয়। চারা বিতরণ শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন। এবারের বৃক্ষমেলায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের নার্সারী মিলিয়ে মোট ৬৩টি স্টল অংশগ্রহণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩