নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা এলাকায় জমির নিয়ে বিরোধের সালিশে গিয়ে বিজিবি সদস্য ও বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
১৮ আগস্ট রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার কামঠানা রেল সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন লোহাগড়া উপজেলার চর কর্ফা গ্রামের মিজান সিকদারের ছেলে ও বিজিবিতে কর্মরত সোহাগ সিকদার (২৮), সোবহান সিকদারের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিথুন সিকদার (৩০) এবং একই গ্রামের উবায়দুর সিকদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিচুর সিকদার লিয়ন (২৪)।
আহতদের দলীয় পরিচয় জানিয়েছেন জেলা বিএনপির দফতর সম্পাদক ও লোহাগড়া থানা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামঠানা গ্রামের হাফিজার মুন্সীর সাথে তার ভাতিজা জলিল মুন্সীর রেলওয়ের জমি অধিগ্রহণের টাকা ভাগাভাগি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির জন্য ১৭ আগস্ট শনিবার বিকেলে স্থানীয় পর্যায়ে সালিশ বসে। ওই দিন সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জলিল মুন্সী তার চাচা হাফিজার মুন্সীকে পাওনা ২ লাখ ৫০ হাজার টাকা দেয়ার কথা রোববার বিকেলে। সেই টাকা না দিয়ে তারা জলিল সিকদারের লোকজন হাফিজার মুন্সীর পক্ষের লোকজনের সাথে মারমুখী আচরণ করে। এক পর্যায়ে জলিলের ছেলে নয়ন মুন্সী এলোপাতাড়ি গুলি করতে থাকেন।
এতে হাফিজার মুন্সীর পক্ষের সালিশে যাওয়া বিজিবি সদস্যসহ বিএনপির আরও ২ নেতা গুলিবিদ্ধ হন। স্থানীয়রা জানান, নয়ন মুন্সী ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, ‘স্থানীয়রা জানিয়েছেন, তারা কেউ কোনো গুলির শব্দ শোনেনি। তবে আহত তিনজন সূচালো কোনো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন না গুলিবিদ্ধ হয়েছেন, তা চিকিৎসকের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available