• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:৩৫:১৫ (07-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৪শে বৈশাখ ১৪৩২ রাত ০৯:৩৫:১৫ (07-May-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

দু-একদিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

২১ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৫৯:৫৭

দু-একদিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী দু-একদিনের মধ্যেই ঢাকা ও চট্টগ্রামের গ্যাস সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

২১ জানুয়ারি রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

নসরুল হামিদ বলেন, শীত মৌসুম এবং অবৈধ গ্যাসের লাইনের কারণেই গ্যাসের বেশি সংকট দেখা দিয়েছে। শিগগিরই ঢাকা ও চট্টগ্রামের গ্যাস সংকট কেটে যাবে। সবাইকে ধৈর্য ধরতে হবে।

তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের সকল গ্রাহককেই প্রিপেইড গ্যাস মিটার আওতায় আনা হবে। এরপর থেকেই নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এলপিজি গ্যাসের দামও অনেকটা কমে গেছে তুলনামূলকভাবে। শিল্পকল কারখানায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস দেয়ার গুরুত্ব বেশি থাকবে। বাসা বাড়িতে এলপিজি গ্যাস দেয়ার লক্ষ্যকে বেশি গুরুত্ব দেয়া হবে।

এসময় গ্যাসের দাম বাড়বে এমন গুজবে কান না দিতে আহ্বান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব
৭ মে ২০২৫ সন্ধ্যা ০৭:০২:২৭