• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩১ রাত ০৩:৪৯:০৩ (09-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩১ রাত ০৩:৪৯:০৩ (09-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল জ্বালানি মন্ত্রণালয়

১২ জুলাই ২০২৪ বিকাল ০৪:৫৪:৪৭

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল জ্বালানি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইনের ক্ষতিগ্রস্ত পাইপ মেরামত ও গ্যাস কমিশনিং ১২ জুলাই শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে সম্পন্ন হয়েছে। ফলে বিকেলের মধ্যেই সারাদেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে। ১২ জুলাই শুক্রবার এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, এলএনজি সাপ্লাই ও গ্যাসগ্রিডের প্রেসার বর্তমান ৭০ পিএসআই-এর সঙ্গে সিনক্রোনাইজ করে পর্যায়ক্রমে গ্যাস সঞ্চালন ও চাপ বৃদ্ধি করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ম্যাপিং হাতে থাকলে এরকম দুর্ঘটনা ঘটবে না। তাই সব পাইপলাইনের ম্যাপ রাখতে হবে। গ্রাহক ভোগান্তি লাঘব করতে নিয়মিত মনিটরিং বাড়াতে হবে। এছাড়া অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

এর আগে কর্ণফুলী টানেল ও কাফকো’র মধ্যবর্তী স্থানে গত ৯ জুলাই দুর্ঘটনা ঘটে। এতে ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মহেশখালি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেও এলএনজি সরবরাহ কমে যায়। সব মিলিয়ে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয় দেশজুড়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফকিরহাটে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
৮ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৪:১৭


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
৮ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩০:১৯