• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে কার্তিক ১৪৩১ সকাল ০৭:২৭:০৩ (09-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৫শে কার্তিক ১৪৩১ সকাল ০৭:২৭:০৩ (09-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

উত্তরায় চরম গ্যাস সংকট, অসহায় এলাকাবাসী

৭ নভেম্বর ২০২৪ সকাল ০৮:০৫:৫১

উত্তরায় চরম গ্যাস সংকট, অসহায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উত্তরার নতুন ওয়ার্ডগুলোতে গ্যাস সংকট দিন দিন বেড়েই চলেছে। এর ফলে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, এখানকার বাসাবাড়ি, অবৈধ ওয়াস ফ্যাক্টরি ও কল কারখানাগুলোতে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। এর ফলে বাসাবাড়িতে দিনে ৫ ঘণ্টার বেশি গ্যাস থাকে না। সময় মতো লাইনে গ্যাস না পেয়ে গ্রাহকরা চরম বিপাকে পড়েছে।

দীর্ঘ দিন যাবৎ আবাসিক সংযোগে তিতাস গ্রাহকরা গ্যাস না পাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছে বৃহত্তর উত্তরা এলাকার লাখ লাখ মানুষ। প্রতিদিন দুপুর দুইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত, আবার রাত ১১-১২ টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত এভাবে লাইনে গ্যাস চলছে। কয়েক বছর যাবৎ উত্তরার নতুন ১৮টি ওয়ার্ডের বাসাবাড়িতে চলছে গ্যাসের চরম সংকট।

স্থানীয়রা জানান, তিতাস গ্যাস কোম্পানির অসাধু কিছু কর্মকর্তার সাথে আতাঁত করে বিভিন্ন ফ্যাক্টরির মালিকেরা তাদের চাহিদা মেটাতে গ্যাস পাইপের মুখে শক্তিশালী রাইজার বসিয়ে অবৈধ পন্থায় গ্যাস টেনে নিয়ে যাচ্ছে। এর ফলে উত্তরখান দক্ষিণখান তুরাগসহ উত্তরার বাসাবাড়িতে দিন-রাত মিলে ৫ ঘণ্টার বেশি গ্যাস সরবরাহ থাকে না। প্রতিদিন গড়ে ১৫-১৬ ঘণ্টা উত্তরখান-দক্ষিনখান, খিলখেত-ডুমনি, তুরাগ বাউনিয়া এলাকায় লাইনে গ্যাস থাকে না। এর ফলে এখানকার প্রায় ১০ লাখ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্যাসের তীব্র সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের সাধারণ মানুষ। তিতাস গ্যাস কম্পানির অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে এখনো সরকার কেন ব্যবস্থা নেয়নি এ বিষয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

রাজধানীর অন্যতম ঘনবসতি এলাকা উত্তরখান হজরত শাহ কবির মাজার চৌরাস্তা, কাঁচকুড়া, মাউসাইদ, আটিপারা, দক্ষিণখান, কোটবাড়ি, মোল্লারটেক, হলান, কাওলা, আসকোনা, ডুমনি, নিকুঞ্জ, খিলখেত এলাকায় ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত লাইনে গ্যাস থাকে না।

এছাড়াও হরিরামপুর, তুরাগ, দলিপাড়া, কামারপাড়া, বাউনিয়া ও নলভোগ এলাকায় প্রতিদিন দুপুর ২টার পর অল্প সময়ের জন্য লাইনে গ্যাস দিলেও প্রয়োজনের তুলনায় গ্যাসের চাপ থাকে অনেক কম। কখনো কখনো সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত লাইনে গ্যাস থাকে না।

এ বিষয়ে স্থানীয়রা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের প্রতিটি সেক্টরে পরিবর্তন আসলেও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। তাদের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারণে সারা দেশের ন্যায় উত্তরার বাসা বাড়িতে চলছে গ্যাসের চরম সংকট।

এ বিষয়ে তিতাস ট্রাস্টমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা বলেন, উত্তরার ডুমনি, খিলখেত তুরাগ, কামারপাড়া, উত্তরখান মাজার, হেলাল মার্কেট, চানপাড়া ও দক্ষিণখান হলান, মোল্লাবাড়ী এলাকার বেকারি, ওয়াস এবং ডায়িং ফ্যাক্টরিগুলোতে খুব শীঘ্রই অভিযান চালাবে তারা। অবৈধ গ্যাস সংযোগের তথ্য পেলে সংযোগ বিচ্ছিন্নসহ মালামাল জব্দ করা হবে। সে সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফকিরহাটে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
৮ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৪:১৭


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
৮ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩০:১৯