• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৭:০৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৭:০৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জ ডিসি অফিসে বেলুন ফোলাতে গিয়ে বিস্ফোরণ: নিহত ১, আহত ২

১৬ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:১৭:৩০

মানিকগঞ্জ ডিসি অফিসে বেলুন ফোলাতে গিয়ে বিস্ফোরণ: নিহত ১, আহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি:  বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলাতে গিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী নামে এক বেলুন বিক্রেতা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।  

১৬ ডিসেম্বর শনিবার ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার হারুাকান্দি গ্রামের কাওছার ব্যাপারীর ছেলে। আহতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে কবির হোসেন (২০) ও নিহত আনোয়ার ব্যাপারীর ছেলে সোহেল ব্যাপারী।



আহত কবির জানান, বিজয় দিবস উপলক্ষে তাদের ৬০০ বেলুন ফুলানোর কথা ছিল। এরমধ্যে ২০০ বেলুন ফুলানোর পর ১৬ ডিসেম্বর শনিবার ভোর রাত চারটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর তাদের উদ্ধার করে সদর হাসপাতালে  ভর্তি করা হয়।  

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, নিহতের মরদেহ বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা আছে । 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন তারা। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আনোয়ার ব্যাপারীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় কবির ও সোহেল। পরে আনোয়ারকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকি দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩