• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩৬:২৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৩৬:২৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

সোনালি লাইফের সাবেক সিইও’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

২৬ এপ্রিল ২০২৪ দুপুর ০১:১৯:৩৫

সোনালি লাইফের সাবেক সিইও’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক: সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বহিষ্কৃত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর রাশেদ বিন আমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রামপুরা থানায় করা একটি মামলায় (মামলা নং-৪ তারিখ ১১/০১/২০২৪) ২৫ এপ্রিল বৃহস্পতিবার তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

সূত্র জানায়, অর্থ আত্মসাতের মামলায় রাশেদ বিন আমান গত ৫ মার্চ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে তিনি জামিনে মুক্ত হন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

সম্প্রতি কোম্পানির সাবেক সিইও রাশেদ বিন আমান সোনালি লাইফ ইনসুরেন্স-এর প্রধান কার্যালয়য়ের ভাড়াকে ভবনের ক্রয়মূল্যের অগ্রিম মূল্য পরিশোধ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কোম্পানি কর্তৃপক্ষ বলছে, রাশেদ বিন আমান অর্থনৈতিক জালিয়াতির জন্য শুধু বিভিন্ন তথ্য বিকৃতি ও কোম্পানির ব্যাংক হিসাবই বিকৃতি করেননি বরং কোম্পানির স্টাইল টেকওভারের পরিকল্পনা নিয়ে কাজে নেমেছিলেন।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনালি লাইফ জানায়, রাশেদ বিন আমানের সময়ে কোম্পানির তহবিল বেআইনিভাবে ব্যবহার করে তার নিজ ও নিজস্ব পরিবারভুক্ত সদস্যদের অনেকের নামে সোনালি লাইফের শেয়ার ক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩