• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:৪২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:৪২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘূর্ণিঝড় রেমাল: তালতলীতে দুর্গত মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দিলো ইউএনও

২৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১০:৫২

ঘূর্ণিঝড় রেমাল: তালতলীতে দুর্গত মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দিলো ইউএনও

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলো ইউএনও সিফাত আনোয়ার তুমপা। ২৯ মে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের দুর্গত মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম ও উপজেলা মৎস্য অফিসার ভিক্টর বাইন প্রমুখ ।

জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে অনেক ঘরবাড়ি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের শুরু থেকেই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে শুকনো খাবার ও পানি বিশুদ্ধ করণ টেবলেট বিতরণ করে উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রেমাল শেষে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা।

উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট, নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া ও নলবুনিয়, ছোটবগী ইউনিয়নের মৌপাড়া ও পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জয়ালভাঙা এলাকায়সহ ৭টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ও দুর্গত ৬ শতাধিক পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ১ কেজি, সয়াবিন তেল ১ কেজি ও লবন ১ কেজি। এছাড়াও শিশু খাদ্য ৩০০ ও গো’খাদ্য ৩০০ প্যাকেট বিতরণ করা হয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, আমি নিজে থেকে ৭টি ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। তিনি বলেন, এখনো অনেক মানুষ পানিবন্দি রয়েছে। তাদেরকেও সকল ধরণের সহযোগিতা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কমলা চাষে সফল রংপুরের আলেপ উদ্দিন
২৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২৬:৩০