• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৫:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৫:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

প্রায় ২০ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

১৮ নভেম্বর ২০২৩ বিকাল ০৪:০৩:৪০

প্রায় ২০ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কারণে প্রায় ২০ ঘণ্টা বন্ধ থাকার পর ফের সারাদেশে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ১৮ নভেম্বর শনিবার সকালে ঢাকার সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ এহতেশামুল পারভেজ জানিয়েছেন, ‌‌শুক্রবার সকাল ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় শনিবার সকাল থেকে নৌযান চলাচল শুরু হয়েছে। সদরঘাট থেকে সকাল সাড়ে ৬টায় লঞ্চ ছেড়ে যায় চাঁদপুরের উদ্দেশ্যে।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. ইসমাইল হোসেন জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রতিকূল আবহাওয়া অনুকূলে আসায় এবং নদী বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত না থাকায় সকাল থেকে সকল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। প্রায় ২০ ঘণ্টা পর ঢাকা-চাঁদপুর এবং দক্ষিণাঞ্চলসহ সব নৌপথে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পর সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সেই ঘূর্ণিবায়ুর চক্র ১৫ নভেম্বর নিম্নচাপে পরিণত হয়। তারপর বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার পথে বৃহস্পতিবার পরিণত হয় গভীর নিম্নচাপে। পরে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, যার নাম দেওয়া হয় ‘মিধিলি’।

ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়। শুক্রবার বেলা ১টার দিকে ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে মোংলা-পায়রা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।

সতর্কতা ও ক্ষয়ক্ষতি এড়াতে সাগর ও নদীপথে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ। ২০ ঘণ্টা পর তা আবারও স্বাভাবিক হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩