বিনোদন প্রতিবেদক: তরুণ নির্মাতা ঝুমুর আসমা জুঁইয়ের নতুন ছবি ‘বদলা- দ্য রিভেঞ্জ’। ইতোমধ্যে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।
২ ডিসেম্বর শনিবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন লিটন ও সিইও আয়েশা সিদ্দিকা।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু, ছবিটির নির্বাহী পরিচালক আরিফ সিদ্দিকী, নাজমুল হাসান, জাহিদ হাসান, সাগর চন্দ্র রায়, চিত্রগ্রাহক শওকত হোসেন, সহকারী পরিচালক মঈন, চলচ্চিত্র সম্পাদক মনিরুল ইসলামসহ আরও অনেকে।
রুবায়েত হাসানের চিত্রনাট্যে নির্মিতব্য এ ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ধারার চলচ্চিত্র।
ঝুমুর আসমা জুঁই বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র বিষয়ে পড়াশুনা সম্পন্ন করেন। তিনি ইতোমধ্যে বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, যার মাধ্যমে তিনি দেশে-বিদেশে সুনাম অর্জন করেছেন।
জুঁইয়ের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সরকারি অনুদানপ্রাপ্ত ‘দুই পয়সার মানুষ’-এর প্রি প্রোডাকশন চলছে। ২০২২-২০২৩ সালের সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি শেষ করে ‘বদলা- দ্য রিভেঞ্জ’ সিনেমার কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এই নির্মাতা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available