• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৬:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৬:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে যানবাহন থেকে সকল ধরনের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিল প্রশাসন

২২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৭:৪৮:৫০

নবীনগরে যানবাহন থেকে সকল ধরনের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিল প্রশাসন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সড়ক পথে যানবাহন থেকে বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন যাবত অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছিল। উপজেলা প্রশাসনের মাধ্যমে এই চাঁদাবাজি বন্ধ ঘোষণা করেছেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। তার নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামিম ২১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে সকল ধরনের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা তুলছিন। জাতীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশে পৌরসভার যানবাহন থেকে নির্ধারিত ১০ টাকা ট্যাক্স ব্যতিত সকল ধরনের চাঁদা আদায় বন্ধ করা হলো। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন এই কর্মকর্তা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, থানার অফিসার ইনর্চাজ মাহবুব আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল বাতেন, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, সহ-সভাপতি জ ই বুলবুল, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩