• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫২:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫২:৪৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে ৪ চাঁদাবাজ গ্রেফতার

১১ জুন ২০২৪ দুপুর ০২:৫৪:২৭

নীলফামারীতে ৪ চাঁদাবাজ গ্রেফতার

রংপুর ব্যুরো: নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুরা এলাকা থেকে চাঁদাবাজ চক্রের মূল হোতা মো. খায়রুল আলম (৬০) সহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

১০ জুন সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ১১ জুন মঙ্গলবার এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় আসামিদের হস্তান্তর করেছেন।

র‌্যাব-১৩ উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুরা এলাকায় চাঁদাবাজ চক্রের মূল হোতা মো. খায়রুল আলমের নেতৃত্বে তার সহযোগিরা দীর্ঘ দিন যাবৎ চাঁদাবাজি করে আসছিল। সড়কের বিভিন্ন পণ্যবাহী ট্রাক, মিনিট্রাক, কাভার্ড ভ্যান, বাস, মিনিবাস, মাইক্রো, অটো, সিএনজি হতে জোরপূর্বক চাঁদা আদায় করত তারা। চাঁদা না দিলে বিভিন্ন প্রকার ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছিল তারা।

এমন অভিযোগের ভিত্তিতে তাদের উপর কড়া নজর রাখে র‌্যাব। সোমবার ১০ জুন রাতে তারা রংপুরগামী পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা আদায় করছিল। এ সময় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা নদীর পাড় এলাকার জয়নাল আবেদীনের ছেলে চাঁদা চক্রের মূল হোতা মো. খায়রুল আলম (৬০), মো. শুকারু মাহমুদ (৫৫) ও  মো. রশিদুল ইসলাম (৪৮), আকালিপাড়া এলাকার আজিজুলের ছেলে মো. ইয়াকুব আলী (৪০) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩’র অধিনায়ক কমান্ডার কামরুল হাসান জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

র‌্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩