• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩১:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩১:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লা নগরীতে চাঁদাবাজ হাতিসহ ২ মাহুত গ্রেফতার

১৪ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৪৩:৫৩

কুমিল্লা নগরীতে চাঁদাবাজ হাতিসহ ২ মাহুত গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে হাতি দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজির সময় দুই জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। ১৩ নভেম্বর বুধবার বিকেলে দুটি হাতিটিকেও উদ্ধার করে দেয়া হয়েছে কোতোয়ালি থানায়। গ্রেফতার দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার মাহুতরা হলেন- সিলেট মৌলভীবাজারের বড় লেখা উপজেলার মৌলভীবাজার এলাকার বাসিন্দার মো. ইমরান ও মাদারীপুর জেলার কালকিনি এলাকার চর ঠেংগামারা এলাকার বাসিন্দার মো. নাজমুল কাজী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহিনুল ইসলাম জানান, গ্রেফতার দুইজনের কাছ থেকে মুচলেকা রেখে তাদেরকে নিজ এলাকায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। কারণ কুমিল্লা বন বিভাগের কাছে হাতি রাখার মত কোনো পরিবেশ নেই। তাই তাদেরকে হাতি দুইটি নিয়ে নিজ বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

জানা গেছে, হাতি ব্যবহার করে কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় চাঁদা তোলার অভিযোগ উঠে আসছিল দীর্ঘদিন ধরেই। ভিন্ন শহর থেকে হাতে নিয়ে এসে কুমিল্লার পাড়ায় পাড়ায় ঘুরে এই চাঁদাবাজিতে অনেকেই বিরক্ত এবং অতিষ্ঠ ছিল। কয়েকবার চেষ্টা করেও এই হাতি ও মাহুতকে ধরা যায়নি।

অবশেষে গতকাল বিকেলে কুমিল্লার আরবান ভলেন্টিয়ার্সদের সহযোগিতায় দুইটি হাতি ও দুই মাহুতকে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩