• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৩:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৩:৪৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে আস সুন্নাহ ফাউন্ডেশনের সাড়ে ৪ হাজার চারা বিতরণ

১১ জুলাই ২০২৪ সকাল ০৮:১৪:২৯

নীলফামারীতে আস সুন্নাহ ফাউন্ডেশনের সাড়ে ৪ হাজার চারা বিতরণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আস সুন্নাহ ফাউন্ডেশনের বিনামূল্যে সাড়ে ৪ হাজার পেয়ারা, আমরুপালি আম, ও লেবুর চারা বিতরণ করা হয়েছে।

১০ জুলাই বুধবার দুপুর ২টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব গাছ বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, আস সুন্নাহ ফাউন্ডেশন ২০২৪ সালে সারা দেশে ৩ লাখ বৃক্ষরোপণ করবে। সেই আলোকে আজকে নীলফামারীর হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাড়ে চার হাজার চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হলো। জলবায়ু পরিবর্তনে বনায়নের ভূমিকা অপরিসীম।

শায়খ আহমাদুল্লাহ বলেন, বিশ্বব্যাপী তাপমাত্রা বেড়ে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাওয়ার অন্যতম কারণ বৃক্ষহীনতা। দিন দিন কমে যাচ্ছে গাছের সংখ্যা। বর্তমান পৃথিবীর জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে তথা মানবসভ্যতার সুরক্ষার জন্য মহানবী সা. এর মহান সুন্নাত বৃক্ষরোপণ অতীব প্রয়োজন।

আলোচনা শেষে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থীর মাঝে সাড়ে ৪ হাজার বৃক্ষ বিতরণ করেন এবং ওই বিদ্যালয়ে ৩টি আম গাছের চারা রোপণ করেন তিনি। এর আগে বেলা ১১টায় তিনি রংপুর জেলার তারাগঞ্জে বারাকাহ নাম এক কর্মসূচিতে বক্তব্য পেশ করেন।

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসানের সভাপতিত্বে মুফতী মাহাফুজুল ইসলাম সৈয়দপুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরি, ফাউন্ডেশন প্রোগ্রাম বাস্তবায়ন আব্দুল্লাহ আল মামুন, রংপুর অঞ্চল পরিচালক শাহিনুর আলম সাহিন, ডিমলা উপজেলার সেচ্ছাসেবক রিপন ইসলামসহ উপস্থিত ছিলেন পাটগ্রাম, নীলফামারী, জলঢাকা, ভূরুঙ্গামারী, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলা- উপজেলা সেচ্ছাসেবকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩